কৌতুক অভিনেতা আবু হেনা রনির উপর হামলা ও তার গাড়ি ভাঙচুর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, সিনেমা দেখতে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটির জের ধরে রনিসহ তার বন্ধুদের উপর হামলা হয় ও তার গাড়ি ভাঙচুর করা হয়।
এর পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা তুলে ধরতে আবু হেনা রনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
এতে তিনি বলেন, “পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কাথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুড় হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধী দু’জনের নামই ঢাকা পড়েছে। যারা আমার আহত হবার খবর শুনে খুশি হয়েছেন, তাদের জন্য সমবেদনা। আর যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য ভালোবাসা, চলেন উল্লাস করি।”
বিডি প্রতিদিন/কালাম