২২ মে, ২০২৪ ১৬:২৭

বুকার পুরস্কার জিতল জার্মান প্রেমের গল্প ‘কাইরোস’

অনলাইন ডেস্ক

বুকার পুরস্কার জিতল জার্মান প্রেমের গল্প ‘কাইরোস’

লেখিকা জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান

জার্মান লেখিকা জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান মঙ্গলবার ‘কাইরোস’ উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কারে বিজয়ী হয়েছেন।

জার্মান ভাষায় লেখা বইটি ১৯৮০-এর দশকে পূর্ব বার্লিনে একজন বয়স্ক পুরুষের সাথে এক যুবতীর ‘ধ্বংসাত্মক সম্পর্কের’ কাহিনী তুলে ধরা হয়েছে।

লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে একটি অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ পুরস্কারটি হস্তান্তর করা হয়। সারা বিশ্বের কথাসাহিত্যের কাজকে স্বীকৃতি দিতে ইংরেজিতে অনুবাদ হওয়া বই থেকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কারের ৬২ হাজার ডলার লেখক এবং অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে।

২০২৪ সালের বিচারকদের সভাপতি এলেনর ওয়াচটেল এরপেনবেকের ‘উজ্জ্বল গদ্য’, ‘একটি সম্পর্কের জটিলতা’ এবং পূর্ব বার্লিনের পরিবেশের বর্ণনার প্রশংসা করেছেন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর