নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন বুধবার (১৩ নভেম্বর)। লেখকের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) শিল্পকলা একাডেমিতে 'আমি এবং আমরা' শিরোনামের নাটক মঞ্চায়ন করেছে নাটকের দল বহুবচন।
সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি। এটি দলের ২৫তম প্রযোজনার নাটক। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস 'আমি এবং আমরা' অবলম্বনে মনু মাসুদের নাট্যরূপে নাটকটির নির্দেশনায় ছিলেন আরহাম আলো।
তন্ময় নামের তৃতীয় লিঙ্গের এক মানব সন্তানকে ঘিরে এগিয়েছে নাটকের কাহিনী। জীবন সমাজ নিষ্পেষনের এক নিষ্ঠুর বাস্তবতা। সে পুরুষ নয় আবার নারীও নয়। তৃতীয় লিঙ্গের এই সন্তানকে সমাজের অভিশাপ থেকে মুক্তি দিতে তার শৈশবেই বুকে পাথর বেঁধে মা মেরে ফেলতে চেয়েছিল। মৃত্যু এবং বেঁচে থাকার মধ্যবর্তী সীমানা থেকে ঘুরে দাঁড়িয়ে সে বাঁচলো সত্য তবে সমাজ, প্রেম, ভালবাসা,সংসার সবখান থেকে প্রত্যাঘাত পেয়ে সে একা বড় একা। ফলাফলে মৃত্যুই তার একমাত্র কাম্য। কাম্য সেই পথের শেষ সীমায় যখন পৌঁছে গেল তন্ময় তখন সূর্যোদয়ের মতো অন্ধকার হটিয়ে আলোক বর্তিকা হয়ে পথ আগলে দাঁড়ালেন মিসির আলী। মিসির আলী কি পারবেন তন্ময়কে রক্ষা করতে তা নিয়েই নাটকটি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ, অপূর্ব, সেফা, মনু মাসুদ , মনি, রাত্রি, হেলাল, সারোয়ার, শাম্মী, রুমানা, তাপস, তৌফিকুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ