খ্রীষ্টিয় ধর্মীয় উৎসব বড়দিনে এলো সংগীত শিল্পী রাহুল গোমেজের গান।
রাহুল বলেন, দীর্ঘ ১৪ বছর প্রতীক্ষার পর শুভ বড়দিন উপলক্ষ্যে খ্রীষ্টিয় প্রকাশনা বাণীদ্বিপ্তীর প্রযোজনায় বড়দিনের নতুন একটি গান প্রকাশিত হতে যাচ্ছে। এটা আনন্দের।
তিনি আরও বলেন, গানটি লিখেছেন মি. ইউজিন গমেজ এবং সুর করেছেন উদীয়মান শিল্পী মি. রাহুল গমেজ। গানটিতে অংশগ্রহণ করেছেন বাণীদ্বিপ্তীর প্রবীণ শিল্পীসহ নবীন শিল্পীবৃন্দ। প্রবীণ ও নবীন এই দু’য়ের অংশগ্রহণে বড়দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।
বিটিভির প্রয়োজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায়। বাণীদ্বিপ্তী ও বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী রাহুল গোমেজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ/ইমন