প্রিয় তারকার জন্মদিনে অনুরাগীরা হতাশ। ২৭ ডিসেম্বর শুক্রবার সালমান খানের জন্মদিন। বিশেষ দিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার আসার কথা ছিল। কিন্তু তা হল না।
বৃহস্পতিবার ‘সিকান্দার’ সিনেমার নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, সালমান খানের জন্মদিনে তারা তার সিনেমার প্রথম ঝলক প্রকাশ করা হবে। কিন্তু বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামী সাত দিন দেশটিতে জাতীয় শোক। এই আবহে তাই শুক্রবার নির্মাতারা ‘সিকান্দার’ ছবির টিজার প্রকাশ করেননি।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজনা সংস্থা ‘নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন’-এর পক্ষ থেকে লেখা হয়েছে, ‘‘আমাদের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণকে মাথায় রেখে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ‘সিকান্দার’-এর টিজার এবার ২৮ ডিসেম্বর সকাল ১১টা ৭ মিনিটে প্রকাশ্যে আসবে। শোকের এই আবহে আমাদের মন দেশবাসীর সঙ্গেই রয়েছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’’
সূত্রের খবর, ‘সিকান্দার’-এর প্রথম ঝলকের দৈর্ঘ্য ৮০ সেকেন্ড এবং সেখানে সালমানকে নতুন রূপে দেখবেন দর্শক। এআর মুরুগাদস পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি ঘিরে অনুরাগীদের কৌতূহল সময়ের সঙ্গে বেড়েছে। সিনেমাটিতে সালমানের বিপরীতে রয়েছেন রাশ্মিকা মান্দানা। নির্মাতাদের দাবি, অ্যাকশন সিনেমাটিতে সালমান নতুন অবতারে ধরা দেবেন। সিনেমার গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য-বাজেটের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছেন না তারা। আগামী বছর ঈদে মুক্তি পাবে‘সিকান্দার’।
বিডি প্রতিদিন/নাজমুল