আবারও বিতর্কে ভারতীয় বলিউডের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রামগোপাল ভার্মা। চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় সাজা ঘোষণা হলো তাঁর। ফলে আইনি বিপাকে জড়িয়ে পড়লেন চলচ্চিত্র নির্মাতা।
জানা যায়, ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সেই সময়েই রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বিগত কয়েক বছর ধরেই বিস্তর আর্থিক সমস্যায় ভুগছেন রামগোপাল। তারও আগে থেকে পরিচালকের কোনও সিনেমা বক্স অফিসে চলেনি।
২১ জানুয়ারি এই ঘটনায় রায় দেয় আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত। তবে এই দিন আদালতে উপস্থিত ছিলেন না রামগোপাল নিজে। আদালত অভিনেতাকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি দেওয়া একটি বক্তব্যে এই বিষয়ে রামগোপাল বলেছিলেন, ‘আন্ধেরি কোর্টে আমার নামে ৭ বছরের পুরনো একটা মামলা চলছে। আমারই এক প্রাক্তন এমপ্লইয়ের ২ লাখ ৩৮ হাজার রুপির একটি চেক বাউন্স হওয়ার ঘটনাতেই এই মামলা দায়ের করা হয়েছিল। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না।’
জানা যায়, ২০১৮ সালে রামগোপাল ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। জানা যায়, তিন মাস সময় থাকা সত্ত্বেও রামগোপালের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ ছিল না।
অন্যদিকে, ২২ জানুয়ারি নিজের নতুন ছবি 'সিন্ডিকেট'-এর ঘোষণা দেন রামগোপাল ভার্মা। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘সত্য’। এ ছবির প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন রামগোপাল ভার্মা।
বিডি প্রতিদিন/আশিক