অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ, একের পর এক ভালো সিনেমা রয়েছে এই জুটির দখলে। তবে তাদের শেষ একসঙ্গে দেখা গিয়েছে সূর্যবংশী সিনেমার সেটে। সেখানেই একে ওপরের সঙ্গে শেষবার কাজ করেন, তারপর থেকে এই জুটিকে আর পায়নি বলিউড।
রোহিত শেট্টির এই সিনেমা করোনাকালেও বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে এই সিনেমার শুটিং সেটে এমন কী ঘটে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকে তুঙ্গে?
যেখানে শোনা যায়, ক্যাটরিনা কাইফ নাকি সপাটে একটা চড় মেরে বসেন অক্ষয় কুমারের গালে। হঠাৎ এমন কী হলো যার জন্য মেজাজ হারিয়ে ফেলেন ক্যাটরিনা? রহস্য ফাঁস হয় দ্য কপিল শর্মা শোতে। যেখানে এই জুটি এসে খোলসা করেছিলেন আসলে শুটিং সেটে ঠিক কী ঘটেছিল?
ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমারের উদ্দেশে প্রশ্ন করেন শোয়ের সঞ্চালক কপিল শর্মা। এই সিনেমায় দুই প্রকারের দৃশ্যই রয়েছে। রোম্যান্সও আছে, আবার অক্ষয় কুমারের গালে একটা চড় মারার দৃশ্যও রয়েছে। এরপরই প্রশ্ন করা হয় অক্ষয় কুমারের উদ্দেশে যে কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল?
অক্ষয় বলেন, রোম্যান্সের দৃশ্যে। কারণ চড়ের দৃশ্য একটা টেকেই গ্রহণ করে নেওয়া হয়েছিল। আসলে চড় যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সপাটে চড় মেরে দিয়েছিলেন অক্ষয় কুমারের গালে। যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি। তাদের মধ্যে কোনো মানঅভিমানের পালা তখনও ছিল না, বর্তমানেও নেই।
বিডি প্রতিদিন/কেএ