এই ঈদে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে সিএমভি’র ব্যানারে নির্মিত নাটক ‘আশিকি’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও নবাগত অভিনেত্রী নাজনীন নীহা।
নাটকে আশিক চরিত্রে অভিনয় করেছেন জোভান, যিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। চমৎকার গান গায়, আর স্বপ্ন দেখে একজন বড় গায়ক হওয়ার। অন্যদিকে, একই কলেজের শিক্ষার্থী জেস, যার পরিচয় একজন ধনী পরিবারের দুলালী হিসেবে। কলেজজুড়ে রয়েছে তার দাপট ও প্রভাব।
তবে, এই গল্প স্রেফ প্রেম, পরিচয় আর পালিয়ে বিয়েতে থেমে নেই। বরং, নাটকটিতে রয়েছে জীবনের জটিল বাঁক, আবেগ, আনন্দ ও বিষাদের অসাধারণ মেলবন্ধন। নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম এবং পরিচালনায় রয়েছেন ইমরোজ শাওন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার।
নাটকটি নিয়ে নির্মাতা ইমরোজ শাওন বলেন, “আশিকি শুধুই একটি প্রেমের গল্প নয়, এখানে উঠে এসেছে একজন শিল্পীর স্ট্রাগল এবং জয়, আবার এক ধনীর দুলালীর গভীর প্রেমের গল্পও।”
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, “আশিকি নাটকটি নির্মাণ করা হয়েছে সিএমভি’র ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে। এই ঈদে আমরা এক ডজন নাটক ও টেলিছবি প্রকাশ করছি। যা ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।”
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        