আকাশের প্রথম তারা খুঁজে পেলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মহাকাশচারীরা। এর ফলে মহাকাশ বিজ্ঞানীরা আকাশের প্রথম প্রজন্মের নক্ষত্রদের রসায়ন সম্পর্কে গবেষণার সুযোগ পাবেন। সেই সঙ্গেই মহাকাশ সম্পর্কে ধারণা আরও সুক্ষ্ম হবে।
গবেষক স্টিফেন কেলার জানান, প্রথমবারের জন্য আমরা দাবি করতে পারি যে আকাশের প্রথম দিকের নক্ষত্রের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছি আমরা। সেইসব নক্ষত্ররা কেমন ছিল সেই বিষয়ে গবেষণার প্রথম পদক্ষেপে রয়েছি আমরা।
তিনি আরও জানান, প্রায় ৭০ কোটি বছর আগে জন্ম হওয়া এই নক্ষত্রের খোঁজ পাওয়া গেছে এএনইউ স্কাই ম্যাপার টেলিস্কোপের সাহায্যে। প্রায় পাঁচ বছর ধরে মহাকাশের প্রথম নক্ষত্রদের খুঁজে চলেছে এই টেলিস্কোপ।