মোবাইলে যারা মেসেজ দিতে বা পেতে ভালোবাসেন তাদের জন্য দুঃসংবাদ। কারণ গবেষকরা জানিয়েছেন, মোবাইল ডিভাইসের মাধ্যমে বেশি সময় ধরে টেক্সট মেসেজ প্রেরণের ফলে ব্যবহারকারীর আয়ু হ্রাস পেতে পারে।
অস্থিসন্ধির বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, টেক্সট মেসেজ প্রেরণের সময় ব্যক্তির নিশ্চলতা অঙ্গপ্রত্যঙ্গের দলা বা কুজের সৃষ্টি করে। যার ফলশ্রুতিতে সৃষ্টি হতে পারে নিঃশ্বাসের সমস্যা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে হৃদপিণ্ডের কার্ডিওভাস্কুলারের ঝুঁকিপূর্ণ সমস্যা।
যুক্তরাজ্যের অস্থিসন্ধি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা বলেন, 'ছোট আকারের হাড়ের কুজ পরবর্তীতে বড় আকারের সমস্যা সৃষ্টি করতে পারে। বৃদ্ধ বয়সে এটি হাইপারকাইপোসিস রোগ সৃষ্টি করতে পারে।'
হাইপারকাইপোসিস হলো স্পাইনাল কর্ডের একটি রোগ। এই রোগে স্পাইনাল কর্ড অস্বাভাবিকভাবে বেঁকে যায়। ফলে পিঠে কুজের মতো দেখতে সৃষ্টি হয়। এর ফলে ব্যক্তির শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়। কখনো কখনো তা হার্টের পেশী ধমনী বন্ধ করে দিয়ে মৃত্যুর কারণও হতে পারে।
গবেষকরা আরও বলেন, যখন কেউ টেক্সট মেসেজ করার জন্য কিংবা পড়ার জন্য স্পাইনাল কর্ড বাঁকিয়ে সামনের দিকে ঝুঁকে থাকে, তখন সেই ব্যক্তির শ্বাসপ্রশ্বাসে কিছুটা সমস্যা হয়। কেননা তার মাংসপেশি কিছুটা দলা পাকিয়ে হৃদপিণ্ডে চাপ সৃষ্টি করে।
এছাড়াও, এই সময় মাংস ও মাংসপেশীতে রক্তপ্রবাহে বাধাপ্রাপ্ত হয়। শরীরের পাঁজর ভালোভাবে নড়াচড়া না করতে পারার কারণে হৃদপিণ্ড এবং যকৃত পুরোপুরি কার্যকরভাবে ক্রিয়াশীল থাকে না।