আর্কটিক ও অ্যাটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থিত গ্রিনল্যান্ড নামক অঞ্চলে সবুজের থেকে সাদার প্রভাবই বেশি। বরফের আস্তরণে পুরোটাই ঢাকা এর চারপাশ।
কিন্তু গ্রিনল্যান্ডের বরফের আস্তরণের নিচে সম্প্রতি প্রাচীন যুগের একখণ্ড সবুজ ভূমি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই ল্যান্ডস্কেপ অন্তত ৩০ লক্ষ বছরের পুরনো বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গ্রিনল্যান্ডে বরফের যুগ শুরু হওয়ারও আগের সময়ের এই সবুজ ভূমি। তুষার যুগ শুরু হওয়ার পরে এখানে বরফের আস্তরণ পড়তে শুরু করে। কিন্তু আশ্চর্য ভাবে বরফের নিচের সবুজ ভূমি একই ভাবে থেকে যায়। বরং বরফ যেন এখানে এক বিশাল রেফ্রিজারেটরের ভূমিকা পালন করেছে বলে জানালেন আমেরিকার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক পল আর বিয়েরমান।
রেফ্রিজারেটরের মতোই তা তিন হাজার মিটার লম্বা ওই ল্যান্ডস্কেপকে এত যুগ ধরে বাইরের সবকিছুর থেকে রক্ষা করে এসেছে। এখানকার ভূমিক্ষয় রোধ করেছে ও ঘাসের চরিত্রও রেখেছে প্রায় অবিকৃত। এখানকার মাটি ও গাস পরীক্ষা করে প্রাচীন যুগের বিষয়ে নতুন অনেক তথ্য পাওয়া সম্ভব বলে আশা করছেন বিজ্ঞানীরা।