যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চালকের তন্দ্রাভাব সনাক্ত করতে সক্ষম নতুন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন। গাড়ির স্টিয়ারিংয়ের চাকার নড়াচড়ার ভিত্তিতে এ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। নতুন এ প্রযুক্তি অনেক বেশি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বলে গবেষকরা জানিয়েছেন। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির স্লিপ অ্যান্ড পারফরম্যান্স রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা নতুন এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
চালকদের তন্দ্রাভাব ধরার লক্ষ্যে এর আগেও একটি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ভিডিওভিত্তিক এ প্রযুক্তি অনেক বেশি ভারী হওয়ায় বহন করতে কষ্টসাধ্য ছিল। তাছাড়া বরফঢাকা বা অাঁকাবাঁকা রাস্তায়, অন্ধকারে বা রাস্তায় লেন মার্কার অস্পষ্ট বা না থাকলে এটি ভালো কাজ করে না। এটি বেশব্যয়বহুলও।
নতুন প্রযুক্তি সম্পর্কে প্রধান গবেষক হ্যান্স ভ্যান ডনজেন বলেন, এটি বেশ সাশ্রয়ী ও ব্যবহারকারীবান্ধব। ভিডিওভিত্তিক প্রযুক্তিতে যেসব সীমাবদ্ধতা রয়েছে এতে এসব নেই। এটি সম্ভাব্য দুর্ঘটনার বেশ আগেভাগেই চালকদের শারীরিক দুর্বলতা ধরতে সাহায্য করতে পারে। হ্যান্সকে এ প্রযুক্তি আবিষ্কারে সহায়তা করেছেন পিয়া ফোর্সম্যান নামে একজন পোস্টডক্টরাল গবেষণা সহকারী।
অ্যাকসিডেন্ট এনালাইসিস অ্যান্ড প্রিভেনশন নামে একটি জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।