ঢাউস ঢাউস মোবাইল ফোনে এখন অনেকেই বিরক্ত। পকেট ভারী হয়ে থাকে। পকেটমার বা ছিনতাইকারীরও সুবিধা হয় সেটা হাতিয়ে নিতে। এই সমস্যার বোধহয় এবার সমাধান হতে যাচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা এক ধরণের ফোনের কথা জানিয়েছেন যেটা কাপড়ের ওপর প্রিন্ট করেও রাখা যাবে। ফোনটি তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ‘স্পারসার’ নামের নতুন ন্যানোলেজার প্রযুক্তি।
সায়েন্স ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথমবারের মতো ‘সারফেস প্লাজমন অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন’ বা ‘স্পারসার’ মডেল তৈরির কথা জানিয়েছেন। এটি মূলত কার্বন দিয়ে তৈরি ন্যানোলেজার প্রযুক্তি। ‘এসিএস ন্যানো’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধটি।
গবেষকেরা জানান, প্রচলিত লেজার বিমের চেয়ে ‘স্পারসার’ ন্যানোলেজার পদ্ধতি পৃথক। এই পদ্ধতিতে মুক্ত ইলেকট্রনের কম্পনে বিম নির্গত হয়। এই পদ্ধতিটি পরিবেশবান্ধব এবং অধিক তাপমাত্রাতেও কার্যকর থাকবে।
গবেষকদের দাবি- তাঁদের তৈরি ন্যানোলেজার প্রযুক্তিটি নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নমনীয় হওয়ার এর সাহায্যে এতোটাই পাতলা মোবাইল ফোন তৈরি করা যাবে যা কাপড়েও প্রিন্ট করা যাবে।