বৈদেশিক অর্থায়নে মধ্যপ্রাচ্যের আদলে আধুনিক স্থাপত্যশৈলী ও চোখ ধাঁধানো কারুকার্যময় আন্তর্জাতিক মানের একটি মসজিদ নির্মাণ করা হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে। গত শুক্রবার হেলসিংকি সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মিসেস আন্নি সিন্নেম্যাকি এমন ঘোষণা দিয়েছেন।
মসজিদ কমপ্লেক্সে পরিকল্পনা অনুযায়ী, ইসলামী শিল্প ও ইতিহাসসমৃদ্ধ একটি জাদুঘর এবং মুসলিম আধ্যাত্মিক প্রশাসন অফিস, মিলনায়তন, মসজিদের আশে পাশে সবুজ স্থান, ভূগর্ভস্থ গাড়ি পার্কিং ব্যবস্থা ও লাইব্রেরি থাকবে।
মসজিদটির কারুকাজ এবং ডিজাইনের ক্ষেত্রে সৌদি আরবের মক্কা, মদিনা, তুর্কি, চীন, মিশর, সংযুক্ত আরব আমীরাতকে অনুসরণ করা হবে। প্রায় ২০০০০ বর্গ মিটার সমপরিমাণ ভূমির ওপর মনোরম পরিবেশে গড়ে তোলা হবে কোরিওগ্রাফী ডিজাইনের মসজিদটি।
মসজিদটির নির্মাণকাজে কি পরিমাণ অর্থ ব্যয় হবে এবং অর্থায়নকারী দেশটির নাম উল্লেখ করেননি ডেপুটি মেয়র মিসেস আন্নি সিন্নেম্যাকি। মসজিদ কমপ্লেক্সেটি স্থাপিত হলে বহু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে।
ফিনল্যান্ডের বহু মুসল্লি এখানে একসাথে নামাজ পড়তে পারবেন। সেক্ষেত্রে প্রথমবারের মতো বৃহৎ আকারে নির্মিত হতে যাওয়া এ মসজিদটি ফিনল্যান্ডের মুসলমানদের জন্য নতুন মাত্রা যোগ করবে।
ফিনিশরা খুব বন্ধুপ্রবণ এবং মুসলীমদের সঙ্গে তাদের সম্পর্কও চমৎকার। ফিনল্যান্ডে মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে। তাই সেখানে মুসলমানদের ধর্মীয় অনুশাসন মেনে চলা সহজ।
ফিনল্যান্ডে সাম্প্রতিক দশকে মুসলমানদের আগমন মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া থেকে। দেশটিতে প্রায় ৬৫ ০০০ মুসলমানদের বসবাস। বসবাসকারীদের প্রায় অর্ধেক মুসলমান রাজধানী হেলসিংকিতে থাকেন। এখানে মুসলমানের সংখ্যা ক্রমেই বাড়ছে।
১৯৪০ দশকের গোড়ার দিকে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় ফিনল্যান্ডের ইয়ারভেনপা শহরে একমাত্র মসজিদ নির্মিত হয়। এই মসজিদটির সর্বশেষ সংস্কার হয় ২০০৯ সালে।
উল্লেখ্য, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ ও দারুল আমান মসজিদ নামে দুইটি মসজিদ রয়েছে। মসজিদ দুটির কার্যক্রম চলে ভাড়া করা ভবনে।
বিডি-প্রতিদিন/১ জুন ২০১৫/শরীফ