২৪ জুলাই, ২০২১ ১৩:৫০

বারোমাসি সিডলেস ও এলাচি লেবু চাষ করে স্বাবলম্বী

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

বারোমাসি সিডলেস ও এলাচি লেবু চাষ করে স্বাবলম্বী

সিডলেস ও এলাচি জাতের বারোমাসি লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছেন দিনাজপুরের গৌতম দাস। তিনি লেবু চাষের পাশাপাশি এখন কলম চারাও বিক্রি করছেন। 

দিনাজপুর সদরের চকরামপুর বাজার এলাকার গৌতম দাস জানান, তিনি চাকরির পাশাপাশি বাড়িতে এই লেবুর বাগান গড়ে তুলেছেন। 

গৌতম দাস জানান, ৫ বছর আগে এলাচি জাতের ২০টি চারা আমার বাবার বন্ধু এনামুল হকের কাছ থেকে এনে রোপন করি। পরে আরও ১২০টি চারা আনি। এরপর গত ৮মাস আগে সিডলেস জাতের আরেকটি বারোমাসি লেবুর চারা রোপন করি। গত বছরে ২ লাখ টাকার লেবু বিক্রি করেছি এবং গত রমজান মাসেই ৮০ হাজার টাকার লেবু বিক্রি করি। বর্তমানে লেবু পাইকারি এক টাকা থেকে দেড় টাকায় বিক্রি হচ্ছে। এই লেবু চাষে লোকসান নেই বরং সারা বছর লাভবান হওয়া যায়। লেবু ছাড়াও মানুষের মাঝে এর চাহিদা বাড়ায় গত ২ মাস আগে চারা বিক্রি শুরু করেছি।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর