শিরোনাম
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
পর্দা নামলো পর্যটন মেলা ও বিচ কার্নিভালের
কক্সবাজার প্রতিনিধি :
অনলাইন ভার্সন

কক্সবাজারে পর্দা নামলো সাপ্তাহব্যাপি পর্যটন মেলা ও বিচ কার্নিভালের। শেষ দিনে স্থানীয় ও দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত ছিলো মেলাস্থল। পুরো আয়োজনে পৃষ্টপোষকতায় রয়েছে দেশের শীর্ষ স্হানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
মঙ্গলবার( ৩ অক্টোবর ২০২৩ইং ) বিকেলে পর্যটন মেলা ও বীচ কার্নিভালে প্রতিদিনের ন্যায় সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা।
একইদিন সন্ধ্যায় জেলা প্রশাসক শাহীন ইমরানের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার জিল্লুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মো: মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আবুহেনা সহ সংশ্লিষ্টরা।
এসময় জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, সাপ্তাহব্যাপী এই আয়োজনে ৩৯ টি ইভেন্ট ছিলো, আমরা এই মেলার মাধ্যমে কক্সবাজারকে উৎসবের নগরীতে পরিনত করতে পেরেছি, সামনে এই রকম আরও আয়োজন করার অভিমত ব্যক্ত করেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এরপর সংগীত পরিবেশন শুরু করেন ব্যান্ডদল চিরকুট, রবি চৌধুরী সহ জাতীয় মানের শিল্পীরা।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর