রাজধানীর মতিঝিল থানার দুই মামলায় বিএনপির পাঁচ নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই পাঁচ নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আসামি পক্ষের আইনজীবীরা জানান, আবদুল আউয়াল মিন্টু সব মামলাতেই জামিন পেয়েছেন। এ কারণে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে এই দুই মামলায় জামিন পেলেও, অন্য মামলা থাকায় বিএনপির অন্য চার নেতা এখনই মুক্তি পাচ্ছেন না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নিজামুল হক এবং মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিকে হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির শীর্ষ পাঁচ নেতার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ৮ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির এই পাঁচ নেতাকে আটক করে পুলিশ। পরে মতিঝিল থানায় পূর্বের করা দুই মামলায় আটক দেখানো হয়।
বিএনপির পাঁচ নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি : হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির যে পাঁচ নেতাকে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন- তারা হলেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাফিজ উদ্দিন আহমদ। আসামি পক্ষ জামিন আবেদন করে। আর মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় বিএনপির এ পাঁচ নেতাকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া গুলশানের একটি বাড়ি সংক্রান্ত দুর্নীতি মামলায়ও মওদুদ আহমদকে গ্রেফতার দেখানোর পরে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এদিকে হেফাজতের নাশকতার তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর জামিন নাকচ করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৫ মের ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ, এই মামলাগুলোতে হেফাজতে ইসলামের নেতা- কর্মীদের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করে পুলিশ।
হান্নান শাহ ও সালাহউদ্দিনকে গ্রেফতার নয় : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এবং যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে সালাহউদ্দিন আহমেদকে হয়রানি ও বিনা নোটিসে তার বাড়ি তল্লাশি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর