রাজধানীর মতিঝিল থানার দুই মামলায় বিএনপির পাঁচ নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই পাঁচ নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আসামি পক্ষের আইনজীবীরা জানান, আবদুল আউয়াল মিন্টু সব মামলাতেই জামিন পেয়েছেন। এ কারণে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে এই দুই মামলায় জামিন পেলেও, অন্য মামলা থাকায় বিএনপির অন্য চার নেতা এখনই মুক্তি পাচ্ছেন না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নিজামুল হক এবং মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিকে হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির শীর্ষ পাঁচ নেতার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ৮ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির এই পাঁচ নেতাকে আটক করে পুলিশ। পরে মতিঝিল থানায় পূর্বের করা দুই মামলায় আটক দেখানো হয়।
বিএনপির পাঁচ নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি : হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির যে পাঁচ নেতাকে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন- তারা হলেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাফিজ উদ্দিন আহমদ। আসামি পক্ষ জামিন আবেদন করে। আর মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় বিএনপির এ পাঁচ নেতাকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া গুলশানের একটি বাড়ি সংক্রান্ত দুর্নীতি মামলায়ও মওদুদ আহমদকে গ্রেফতার দেখানোর পরে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এদিকে হেফাজতের নাশকতার তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর জামিন নাকচ করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৫ মের ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ, এই মামলাগুলোতে হেফাজতে ইসলামের নেতা- কর্মীদের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করে পুলিশ।
হান্নান শাহ ও সালাহউদ্দিনকে গ্রেফতার নয় : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এবং যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে সালাহউদ্দিন আহমেদকে হয়রানি ও বিনা নোটিসে তার বাড়ি তল্লাশি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর