রাজধানীর মতিঝিল থানার দুই মামলায় বিএনপির পাঁচ নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই পাঁচ নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আসামি পক্ষের আইনজীবীরা জানান, আবদুল আউয়াল মিন্টু সব মামলাতেই জামিন পেয়েছেন। এ কারণে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে এই দুই মামলায় জামিন পেলেও, অন্য মামলা থাকায় বিএনপির অন্য চার নেতা এখনই মুক্তি পাচ্ছেন না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নিজামুল হক এবং মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিকে হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির শীর্ষ পাঁচ নেতার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ৮ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির এই পাঁচ নেতাকে আটক করে পুলিশ। পরে মতিঝিল থানায় পূর্বের করা দুই মামলায় আটক দেখানো হয়।
বিএনপির পাঁচ নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি : হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির যে পাঁচ নেতাকে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন- তারা হলেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাফিজ উদ্দিন আহমদ। আসামি পক্ষ জামিন আবেদন করে। আর মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় বিএনপির এ পাঁচ নেতাকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া গুলশানের একটি বাড়ি সংক্রান্ত দুর্নীতি মামলায়ও মওদুদ আহমদকে গ্রেফতার দেখানোর পরে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এদিকে হেফাজতের নাশকতার তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর জামিন নাকচ করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৫ মের ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ, এই মামলাগুলোতে হেফাজতে ইসলামের নেতা- কর্মীদের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করে পুলিশ।
হান্নান শাহ ও সালাহউদ্দিনকে গ্রেফতার নয় : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এবং যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে সালাহউদ্দিন আহমেদকে হয়রানি ও বিনা নোটিসে তার বাড়ি তল্লাশি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর