রাজধানীর মতিঝিল থানার দুই মামলায় বিএনপির পাঁচ নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই পাঁচ নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আসামি পক্ষের আইনজীবীরা জানান, আবদুল আউয়াল মিন্টু সব মামলাতেই জামিন পেয়েছেন। এ কারণে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে এই দুই মামলায় জামিন পেলেও, অন্য মামলা থাকায় বিএনপির অন্য চার নেতা এখনই মুক্তি পাচ্ছেন না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নিজামুল হক এবং মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিকে হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির শীর্ষ পাঁচ নেতার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ৮ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির এই পাঁচ নেতাকে আটক করে পুলিশ। পরে মতিঝিল থানায় পূর্বের করা দুই মামলায় আটক দেখানো হয়।
বিএনপির পাঁচ নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি : হেফাজতের নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মতিঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির যে পাঁচ নেতাকে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন- তারা হলেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাফিজ উদ্দিন আহমদ। আসামি পক্ষ জামিন আবেদন করে। আর মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় বিএনপির এ পাঁচ নেতাকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া গুলশানের একটি বাড়ি সংক্রান্ত দুর্নীতি মামলায়ও মওদুদ আহমদকে গ্রেফতার দেখানোর পরে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এদিকে হেফাজতের নাশকতার তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর জামিন নাকচ করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৫ মের ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ, এই মামলাগুলোতে হেফাজতে ইসলামের নেতা- কর্মীদের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করে পুলিশ।
হান্নান শাহ ও সালাহউদ্দিনকে গ্রেফতার নয় : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এবং যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে সালাহউদ্দিন আহমেদকে হয়রানি ও বিনা নোটিসে তার বাড়ি তল্লাশি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
হাইকোর্টে বিএনপির পাঁচ নেতার জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর