প্রায় এক বছরের বিরতি শেষে রবিবার ওয়ানডে খেললেন মাশরাফি, সাকিবরা। ৩১৮ দিনের বিরতির পর মাঠে নেমে জয় পেতে ঘাম ছুটেছে বাংলাদেশের। আইসিসি সহযোগী দেশ আফগানিস্তানকে ৭ রানে হারাতে সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, তাসকিনরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এখন নতুন এক রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা। আগামীকাল জিতলেই সিরিজ নিশ্চিত। সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে জয়ের সেঞ্চুরির পূরণ করে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে মাশরাফিদের সিরিজ শুরু ওয়ানডের শততম জয়ের হাতছানি নিয়ে। সিরিজ শুরুর আগে ৩১২ ওয়ানডে বাংলাদেশের জয়ের সংখ্যা ছিল ৯৮টি। তাসকিনের ম্যাজিক্যাল বোলিংয়ে হারা ম্যাচ জিতে সংখ্যাটাকে ৯৯ করেন মাশরাফিরা। আগামীকাল জিতলেই সংখ্যা হবে ১০০। সেই সুখকর মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ, ক্রিকেটপ্রেমীরা। ১৯৮৬ সালের ৩১ মার্চ প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। কলম্বোয় দ্বিতীয় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে গাজী আশরাফ হোসেন লিপুরা হেরেছিলেন ৬ উইকেটে। এরপর গত ৩০ বছর ধরে নিয়মিত খেলছে ওয়ানডে। সঙ্গে টেস্ট ক্রিকেটও খেলছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় ১৯৯৮ সালে, ভারতের মাটিতে কেনিয়ার বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ের আগে মাশরাফিরা সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত ১৫ নভেম্বর। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি মাশরাফিরা জিতেছিলেন ৬১ রানে। এরপর গত ১০ মাস আন্তর্জাতিক ওয়ানডে খেলেনি। যদিও মার্চ-এপ্রিলে টি-২০ বিশ্বকাপ খেলেছে টাইগাররা। বিশ্বকাপ শেষে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপর টাইগাররা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে তিনটি ৭, ৯ ও ১২ অক্টোবর। প্রথম দুটি মিরপুরে এবং তৃতীয়টি চট্টগ্রামে। তিন দশকে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৩১৩টি। ৯৯ জয়ের বিপরীতে হার ২১০টি এবং টাই ৪টি। সবচেয়ে বেশি ৬৭টি ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। জয় ৩৯ এবং হার ২৮টি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ ওয়ানডের প্রতিপক্ষ ‘দ্বীপরাস্ট্র’ শ্রীলঙ্কা। ৪ জয়ের বিপক্ষে হার ৩১টি। প্রতিবেশী ভারতের বিপক্ষে ৩২ ম্যাচে জয় ৫টি এবং হার ২৬টি। পরিত্যক্ত একটি।
শিরোনাম
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো