শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জার্মানির পথে প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে জার্মানি রওনা হয়েছেন। ইতিহাদ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রাত পৌনে ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীর আজ সকালে জার্মানি পৌঁছানোর কথা। তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠক করবেন। ‘বেস্ট থিঙ্কট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত এ সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধান অংশ নিচ্ছেন।

সফরসূচি অনুসারে সকালে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা শেষে সুশোভিত মোটর শোভাযাত্রার মাধ্যমে বার্লিনের ম্যারিয়ট হোটেলে নিয়ে যাওয়া হবে। জার্মানি অবস্থানকালে তিনি এ হোটেলে থাকবেন। বিকালে প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন। সেখানে মিউনিখের মেয়র আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। শনিবার মিউনিখে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এবং একই দিনে সম্মেলনের প্যানেল আলোচনায় জলবায়ু নিরাপত্তা এবং ‘গুড কপ ব্যাড কপস’বিষযক পর্যালোচনা সভায় যোগ দেবেন। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন। আবুধাবিতে ৬ ঘণ্টার যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সময় রবিবার রাত ৮টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সর্বশেষ খবর