বিএনপি ‘ফিনিক্স পাখির’ মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্রেফতার নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যা করে বিএনপিকে নিস্তদ্ধ করা যাবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে কতদিন ক্ষমতায় থাকবে সরকার! ওই সিংহাসন জ্বালিয়ে দেওয়া হবে। ওই সিংহাসনে শেখ হাসিনা বসতে পারবে না।’ গতকাল দুপুরে চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘পুলিশ বাহিনী আপনাকে বাঁচাবে? গদি যদি একবার নড়ে ওঠে, ওই পুলিশ বাহিনী পালিয়ে যাবে।’ সমাবেশ থেকে গ্রেফতার ৯ : বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমাবেশ থেকে বিএনপির ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং নসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে গ্রেফতার করে। এরপর দুপুরে দলীয় কার্যালয় থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। নসিমন ভবনের সমাবেশে লেবার পার্টির প্রতিনিধি সমাবেশ পণ্ড করে দেওয়া প্রসঙ্গে রিজভী বলেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান কি কোনো দখল, ভাগ বাটোয়ারার জন্য এখানে এসেছিলেন। অত্যাচার, নির্যাতন, গুম-অপহরণের বিরুদ্ধে কথা বলতে এখানে এসেছিলেন। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতার মামলার আসামি। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
রিজভীর সমাবেশ থেকে গ্রেফতার ৯
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর