বিএনপি ‘ফিনিক্স পাখির’ মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্রেফতার নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যা করে বিএনপিকে নিস্তদ্ধ করা যাবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে কতদিন ক্ষমতায় থাকবে সরকার! ওই সিংহাসন জ্বালিয়ে দেওয়া হবে। ওই সিংহাসনে শেখ হাসিনা বসতে পারবে না।’ গতকাল দুপুরে চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘পুলিশ বাহিনী আপনাকে বাঁচাবে? গদি যদি একবার নড়ে ওঠে, ওই পুলিশ বাহিনী পালিয়ে যাবে।’ সমাবেশ থেকে গ্রেফতার ৯ : বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমাবেশ থেকে বিএনপির ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং নসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে গ্রেফতার করে। এরপর দুপুরে দলীয় কার্যালয় থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। নসিমন ভবনের সমাবেশে লেবার পার্টির প্রতিনিধি সমাবেশ পণ্ড করে দেওয়া প্রসঙ্গে রিজভী বলেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান কি কোনো দখল, ভাগ বাটোয়ারার জন্য এখানে এসেছিলেন। অত্যাচার, নির্যাতন, গুম-অপহরণের বিরুদ্ধে কথা বলতে এখানে এসেছিলেন। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতার মামলার আসামি। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’
শিরোনাম
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রিজভীর সমাবেশ থেকে গ্রেফতার ৯
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর