বিএনপি ‘ফিনিক্স পাখির’ মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্রেফতার নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যা করে বিএনপিকে নিস্তদ্ধ করা যাবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে কতদিন ক্ষমতায় থাকবে সরকার! ওই সিংহাসন জ্বালিয়ে দেওয়া হবে। ওই সিংহাসনে শেখ হাসিনা বসতে পারবে না।’ গতকাল দুপুরে চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘পুলিশ বাহিনী আপনাকে বাঁচাবে? গদি যদি একবার নড়ে ওঠে, ওই পুলিশ বাহিনী পালিয়ে যাবে।’ সমাবেশ থেকে গ্রেফতার ৯ : বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমাবেশ থেকে বিএনপির ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং নসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে গ্রেফতার করে। এরপর দুপুরে দলীয় কার্যালয় থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। নসিমন ভবনের সমাবেশে লেবার পার্টির প্রতিনিধি সমাবেশ পণ্ড করে দেওয়া প্রসঙ্গে রিজভী বলেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান কি কোনো দখল, ভাগ বাটোয়ারার জন্য এখানে এসেছিলেন। অত্যাচার, নির্যাতন, গুম-অপহরণের বিরুদ্ধে কথা বলতে এখানে এসেছিলেন। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতার মামলার আসামি। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি