বিএনপি ‘ফিনিক্স পাখির’ মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্রেফতার নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যা করে বিএনপিকে নিস্তদ্ধ করা যাবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে কতদিন ক্ষমতায় থাকবে সরকার! ওই সিংহাসন জ্বালিয়ে দেওয়া হবে। ওই সিংহাসনে শেখ হাসিনা বসতে পারবে না।’ গতকাল দুপুরে চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘পুলিশ বাহিনী আপনাকে বাঁচাবে? গদি যদি একবার নড়ে ওঠে, ওই পুলিশ বাহিনী পালিয়ে যাবে।’ সমাবেশ থেকে গ্রেফতার ৯ : বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমাবেশ থেকে বিএনপির ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং নসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে গ্রেফতার করে। এরপর দুপুরে দলীয় কার্যালয় থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। নসিমন ভবনের সমাবেশে লেবার পার্টির প্রতিনিধি সমাবেশ পণ্ড করে দেওয়া প্রসঙ্গে রিজভী বলেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান কি কোনো দখল, ভাগ বাটোয়ারার জন্য এখানে এসেছিলেন। অত্যাচার, নির্যাতন, গুম-অপহরণের বিরুদ্ধে কথা বলতে এখানে এসেছিলেন। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতার মামলার আসামি। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
রিজভীর সমাবেশ থেকে গ্রেফতার ৯
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর