প্রধান বিচারপতি এস কে সিনহার অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে জিও (গভর্নমেন্ট অর্ডার) জারির ফাইলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করেছেন। গতকাল রাত সাড়ে ৮টায় তিনি স্বাক্ষর করেন বলে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এই ফাইলে স্বাক্ষর করেন। জানা গেছে, আজ জিও জারি হওয়ার কথা। এরপর যে কোনো সময়ে অস্ট্রেলিয়া রওনা হতে পারেন প্রধান বিচারপতি। যদিও ১৩ অক্টোবর রওনা হওয়ার কথা জানিয়ে মঙ্গলবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির চিঠিতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের বিষয়টি গতকাল সাংবাদিকদের জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে আবেদনটি আমাদের কাছে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি তাতে স্বাক্ষর করেছি। এর আগে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক। বেলা ৩টায় তিনি সুপ্রিম কোর্টে আসেন। এরপর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির খাসকামরায় গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন। সাক্ষাৎ শেষে বের হয়ে আনিসুল হক অন্য বিষয়ের সঙ্গে প্রধান বিচারপতির চিঠির বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচার প্রশাসনে কিছু প্রশাসনিক পরিবর্তন আনবেন। আগামী ডিসেম্বরে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কথা বলতে এসেছিলাম। এ ছাড়া নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। ছুটিতে থাকা প্রধান বিচারপতি বিদেশে যাওয়ার বিষয়ে অবহিত করে এর আগে রাষ্ট্রপতিকে একটি চিঠি দেন। ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান উল্লেখ করে মঙ্গলবার তিনি এই চিঠিটি দিয়েছিলেন। ২ অক্টোবর অসুস্থতার কারণে প্রধান বিচারপতি এক মাসের জন্য ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। এরপর ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তার ছুটি মঞ্জুর হয়।
শিরোনাম
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০