বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাল আসছেন

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাল আসছেন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাল শুক্রবার তিন দিনের সরকারি সফরে ঢাকা আসছেন। এ সফর মূলত দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তিনি রাজশাহী যাবেন। সেখানে বাংলাদেশ পুলিশ একাডেমির নতুন অত্যাধুনিক ভবনের উদ্বোধন করবেন।

ভারত ও বাংলাদেশের পুলিশ একাডেমির মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর হবে। এ সমঝোতা হবে হায়দরাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল পুলিশ একাডেমি ও বাংলাদেশ পুলিশ একাডেমির মধ্যে। এর উদ্দেশ্য হচ্ছে উভয় দেশের পুলিশবাহিনীর মধ্যে সম্পর্ক নিবিড় করা। ভারতীয় মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি রাজনাথের সফর দুই দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দিল্লি আসেন দ্বিপক্ষীয় বৈঠকের জন্য। দুই বছর পর ভারতের মন্ত্রী ফিরতি বৈঠকের জন্য যাচ্ছেন। রাজনাথ সিংয়ের সফরসঙ্গী হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও রোহিঙ্গা শরণার্থী বিষয় প্রাধান্য পাবে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যেখানে এখনো কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, সেখানে তিন স্তরের পরিবর্তে এক স্তরের বেড়া দেওয়ার প্রস্তাব রয়েছে। বিশেষ করে নদীসীমান্ত এলাকায়। এ কারণে বিএসএফের পশ্চিমবঙ্গ ব্যাটালিয়নের প্রতিনিধিরাও শামিল হবেন। আলোচনার অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে— দুই দেশের পুলিশবাহিনীর মধ্যে সমন্বয়, সন্ত্রাসবাদ মোকাবিলার ব্যবস্থাপনা গড়ে তোলা ও যুবাদের মধ্যে উগ্র মতবাদ প্রচাররোধ ব্যবস্থা। ভারত ও বাংলাদেশের সাধারণ নির্বাচন আসন্ন। তাই এই সময়ে উভয় দেশ সীমান্ত পাহারা আরও জোরদার করতে চায়।

সর্বশেষ খবর