স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমনসব ধারা-উপধারা বহাল রেখে ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস করায় উদ্বেগ জানিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি এ আইনের বিষয়ে সাংবাদিকসমাজের দেওয়া সুপারিশ আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, আপত্তিকর ও নিবর্তনমূলক ধারাগুলো বাতিল করতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। গতকাল বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং ডিআরইউর সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্মসাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান পৃথক বিবৃতিতে এ দাবি জানান। সাংবাদিক নেতারা বলেন, বহুল আলোচিত এ বিলের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর থেকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সুনির্দিষ্ট কিছু ধারায় আপত্তি জানিয়ে আসছিল। মতপ্রকাশের অন্তরায় ও স্বাধীন সাংবাদিকতায় বাধা হতে পারে এমন কোনো ধারা আইনে থাকবে না বলে তখন সরকারের পক্ষ থেকে বার বার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সাংবাদিকদের সব আপত্তি ও মতামত উপেক্ষা করে ১৯ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে। এতে সাংবাদিকরা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, আইসিটি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করে সেগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় ছড়িয়ে দেওয়া এবং ব্রিটিশ আমলের অফিশিয়াল সিক্রেটস আইন অন্তর্ভুক্ত করা, বিনা পরোয়ানায় গ্রেফতার ও ডিজিটাল ডিভাইস জব্দ করার বিধান রাখায় সাংবাদিকদের নিগৃহীত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব বিধান মৌলিক মানবাধিকার ও গণতন্ত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আইনটি তথ্য অধিকার আইনের সঙ্গেও সাংঘর্ষিক। ডিআরইউর মানববন্ধন কাল : ডিজিটাল নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামীকাল সেগুনবাগিচার ডিআরইউ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গতকাল সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্মসম্পাদক মঈন উদ্দিন খান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। মানববন্ধনে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শিরোনাম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতারা
নিবর্তনমূলক ধারা বাতিল করুন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের বিরোধিতা করেন বেশিরভাগ আমেরিকান: জরিপ
৫১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম
হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের ৮০তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
৩৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ