শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
এইচআরডব্লিউর বৈশ্বিক প্রতিবেদন

বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত হয়নি জবাবদিহিতা

রোহিঙ্গা ইস্যুর প্রশংসা বাল্যবিয়ে নিয়ে উদ্বেগ

প্রতিদিন ডেস্ক

বাল্যবিবাহের হারের দিক থেকে বাংলাদেশ এখনো বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। যদিও সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে বাল্যবিবাহ মুক্ত করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।  নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এইচআর-ডব্লিউ বৈশ্বিক প্রতিবেদন ২০১৯-এ এ কথা বলা হয়। বিভিন্ন ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি গতকাল প্রকাশ করা হয়।

এতে বলা হয়, তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দিয়ে আইন প্রণয়নসহ সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। তবে লিঙ্গভিত্তিক সংখ্যালঘুরা এখনো চাপ ও হুমকির মধ্যে রয়েছে। প্রতিবেদনে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। বলা হয়, রোহিঙ্গাদের নিরাপত্তা ও কল্যাণে মানবিক, চিকিৎসাসহ অন্যান্য সেবা নিশ্চিত করেছে সরকার। প্রতিবেদনে আরও বলা হয়, গত সেপ্টেম্বরে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের নিপীড়নমূলক ধারাগুলো চিহ্নিত করার কথা থাকলেও নতুন আইনেও পুরনো আইনের বিধানগুলো রাখা হয়।  প্রতিবেদনে সড়কে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হয়নি বলে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর