শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার মিয়ানমারের

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমারে কোনো বৈষম্য নেই। জাতি, ধর্ম, সম্প্রদায যা-ই হোক না কেন সবাই আইনের চোখে সমান। মিয়ানমার গত ১৭ মাসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গাকে দেশছাড়া করে বাংলাদেশে পাঠানোর পর গতকাল রাতে এভাবেই নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির বর্ণনা তুলে ধরেছে। তবে তাদের রূপকথাসম এই বিবৃতিতে সন্তুষ্ট হননি নারীর প্রতি বৈষম্য বিলোপ কমিটির (সিডও) সদস্যরা। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে সিডও কমিটিতে        তারা রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি, ধর্ষণ, বৈষম্য, নিপীড়ন, নাগরিকত্বহীনতার মতো বিষয় তুলে ধরেন। সিডও কমিটির বিশেষজ্ঞ এল শালাল বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ব্যাপক বিধিনিষেধের শিকার হতে হয়। পথে পথে চেকপোস্ট, হয়রানি ও সহিংসতা। তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ এলাকায় রোহিঙ্গা নারীদের সন্তান জন্মহার বেশি। মিয়ানমার প্রতিনিধি দলের কাছে তিনি এর কারণ জানতে চান।

 

 

সর্বশেষ খবর