বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

হয়তো এটাই আমার শেষ বক্তব্য : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

হয়তো এটাই আমার শেষ বক্তব্য : এরশাদ

দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে ৯০তম জন্মদিনে ৯০ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল দুপুরে গুলশানের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমার মতো অত্যাচারিত নিষ্পেষিত ব্যক্তি পৃথিবীতে আর নেই। আমার পক্ষে যেন রায় না যায় সে জন্য  সাতবার বিচারক পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। হয়তো এটাই আমার শেষ বক্তব্য। এর আগে গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে কনভেনশন সেন্টারে প্রবেশ করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এরশাদ। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় গুলশানের পিংকসিটিতে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়ের উদ্যোগে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জি এম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জাপা নেতা ও সংগীত শিল্পী শাফিন আহমেদসহ শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন।  কনভেনশন সেন্টারে এইচএম এরশাদ আরও বলেন, দীর্ঘদিন কারাগারে ছিলাম। কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি। তাই শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি। জাতীয় পার্টির কথা উল্লেখ করে তিনি বলেন, অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধ্বংস করতে পারবে না। নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে তোলো, যাতে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে।

বেগম রওশন এরশাদ তার বক্তব্যে এরশাদের উন্নয়ন কর্মকা  তুলে ধরলে কর্মীরা সিএমএইচে এরশাদের ভুল চিকিৎসার জন্য বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। স্লোগানের একপর্যায়ে রওশন এরশাদ বলেন, সিএমএইচে ভুল চিকিৎসা হতে পারে না। হাসপাতালের ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি। সেনাবাহিনী নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা উচিত হবে না। তিনি এইচএম এরশাদের জন্য সুস্থতা কামনা করে বলেন, এরশাদ ৯ বছরে উন্নয়নের যে রেকর্ড গড়েছেন তা কেউ ভাঙতে পারবে না। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়ে ছিলেন। কিন্তু দেশটি গড়ার জন্য পর্যাপ্ত সময় বঙ্গবন্ধু পাননি। কিন্তু দেশ গড়ার জন্য হুসেইন মুহম্মদ এরশাদের অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে। জিএম কাদের বলেন, এইচএম এরশাদ আমাকে পিতার মতো লালন-পালন করেছেন। পুরো পরিবারকে আগলিয়ে রেখেছেন। শুধু আমাদের পরিবারকে নয়, নয় বছর পুরো দেশকেই আগলিয়ে রেখেছিলেন। অনুষ্ঠান শেষে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কখনোই ভুল চিকিৎসা হয়নি। বিকালে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে বিশাল আকৃতির কেক কেটে এরশাদের ৯০তম জন্মদিন পালন করে শ্যামপুর কদমতলী থানা জাতীয় পার্টি।

সর্বশেষ খবর