জাতীয় চাঁদ দেখা কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী ২১ এপ্রিল দিবাগত রাতেই পবিত্র শবেবরাত পালিত হবে। চাঁদ দেখার বিষয়ে ভিন্নমত পোষণকারীদের দাবি যাচাইয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষে গতকাল এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু করে ২১ এপ্রিল দিবাগত রাতেই (১৪ শাবান) পবিত্র শবেবরাত পালনের সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসছে না। গতকাল বিকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিতর্কের অবসানে গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এর আগে গতকাল সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কার্যালয়ে চাঁদ দেখার দাবি যাচাইয়ে গঠিত কমিটির সদস্য আলেমরা বৈঠক করেন। বৈঠকের প্রতিবেদনে বলা হয়েছে, শাবান মাসের চাঁদ দেখার কোনো সাক্ষীর সাক্ষ্য পাওয়া যায়নি। তাই কমিটি জাতীয় চাঁদ দেখা কমিটির ৬ এপ্রিল নেওয়া সিদ্ধান্ত বহাল রাখার সুপারিশ করছে। বৈঠকে মিরপুর মারকাজুদ দাওয়ার শিক্ষা সচিব মুফতি মাওলানা আবদুল মালেক, শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমীন, শায়খ যাকারিয়া (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আজহারি, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মো. ফয়জুল্লাহ, লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহ্ইয়া, মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি মো. মাহফুজুল হক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
২১ এপ্রিলই পবিত্র শবেবরাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর