শিরোনাম
বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

২১ এপ্রিলই পবিত্র শবেবরাত

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিলই পবিত্র শবেবরাত

জাতীয় চাঁদ দেখা কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী ২১ এপ্রিল দিবাগত রাতেই পবিত্র শবেবরাত পালিত হবে। চাঁদ দেখার বিষয়ে ভিন্নমত পোষণকারীদের দাবি যাচাইয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষে গতকাল এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু করে ২১ এপ্রিল দিবাগত রাতেই (১৪ শাবান) পবিত্র শবেবরাত পালনের সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসছে না। গতকাল বিকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিতর্কের অবসানে গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এর আগে গতকাল সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কার্যালয়ে চাঁদ দেখার দাবি যাচাইয়ে গঠিত কমিটির সদস্য আলেমরা বৈঠক করেন। বৈঠকের প্রতিবেদনে বলা হয়েছে, শাবান মাসের চাঁদ দেখার  কোনো সাক্ষীর সাক্ষ্য পাওয়া যায়নি। তাই কমিটি জাতীয় চাঁদ দেখা কমিটির ৬ এপ্রিল নেওয়া সিদ্ধান্ত বহাল রাখার সুপারিশ করছে। বৈঠকে মিরপুর মারকাজুদ দাওয়ার শিক্ষা সচিব মুফতি মাওলানা আবদুল মালেক, শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমীন, শায়খ যাকারিয়া (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আজহারি, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মো. ফয়জুল্লাহ, লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহ্ইয়া, মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি মো. মাহফুজুল হক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর