জাতীয় চাঁদ দেখা কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী ২১ এপ্রিল দিবাগত রাতেই পবিত্র শবেবরাত পালিত হবে। চাঁদ দেখার বিষয়ে ভিন্নমত পোষণকারীদের দাবি যাচাইয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষে গতকাল এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু করে ২১ এপ্রিল দিবাগত রাতেই (১৪ শাবান) পবিত্র শবেবরাত পালনের সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসছে না। গতকাল বিকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিতর্কের অবসানে গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এর আগে গতকাল সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কার্যালয়ে চাঁদ দেখার দাবি যাচাইয়ে গঠিত কমিটির সদস্য আলেমরা বৈঠক করেন। বৈঠকের প্রতিবেদনে বলা হয়েছে, শাবান মাসের চাঁদ দেখার কোনো সাক্ষীর সাক্ষ্য পাওয়া যায়নি। তাই কমিটি জাতীয় চাঁদ দেখা কমিটির ৬ এপ্রিল নেওয়া সিদ্ধান্ত বহাল রাখার সুপারিশ করছে। বৈঠকে মিরপুর মারকাজুদ দাওয়ার শিক্ষা সচিব মুফতি মাওলানা আবদুল মালেক, শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমীন, শায়খ যাকারিয়া (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আজহারি, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মো. ফয়জুল্লাহ, লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহ্ইয়া, মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি মো. মাহফুজুল হক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
২১ এপ্রিলই পবিত্র শবেবরাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর