সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

বিশেষ সুবিধায় খেলাপি কমবে না বরং বাড়বে

-মির্জ্জা আজিজুল ইসলাম

বিশেষ সুবিধায় খেলাপি কমবে না বরং বাড়বে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ভালো ব্যবসায়ীদের উপেক্ষা করে মন্দ খেলাপিদের সুবিধা দেওয়া হয়েছে। ঋণখেলাপিদের সুবিধা দিয়ে মন্দ ঋণ কমানো যাবে না। বরং আরও বৃদ্ধি পাবে। নিয়মিত করে আবারও তারা ঋণ নেবেন। যারা অতীতে ঋণ নিয়ে পরিশোধ করেননি তারা নতুন ঋণ নিয়ে পরিশোধ করবেন না। ব্যাংক মালিকরা ঘোষণা দিলেন সিঙ্গেল ডিজিটে ঋণ দেবেন। কিন্তু সেটা তারা বাস্তবায়ন করেননি। এখনো ভালো ব্যবসায়ীদের সুদ দিতে হচ্ছে ১৩/১৪ শতাংশ। আর ঋণখেলাপিরা সুদ দেবেন ১০ শতাংশের নিচে। তাহলে ভালো ব্যবসায়ীদের অপরাধ কী। বাংলাদেশ প্রতিদিনকে মির্জ্জা আজিজ বলেন, দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছর ঋণ পরিশোধে সুবিধা পাবে। এ সময় তারা কী বসে থাকবে। তারা আরও ঋণ চাইবে। নতুন করে খেলাপি তৈরি হবে। আর ভালো ব্যবসায়ীদের জন্য কঠিন হবে ব্যবসা করা। তাদের জন্য যে সুবিধার কথা বলা হচ্ছে বাস্তবে গিয়ে সেটা পরিপালন কেউ করবে না। কারণ কীভাবে সেটা নির্ধারণ করবে। অবশ্যই ব্যাংকের ইচ্ছামতো। তারা যাকে মনে হবে ভালো ব্যবসায়ী ঘোষণা করতে পারে। তাই বাংলাদেশ ব্যাংক যে সুবিধার কথা ঘোষণা করেছে এটা কখনো যৌক্তিক ও কাক্সিক্ষত নয়।

সর্বশেষ খবর