শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

দক্ষ শিক্ষক ও সচেতন অভিভাবক প্রয়োজন

----রুবাইয়াৎ জাহান

মর্তুজা নুর, রাবি

দক্ষ শিক্ষক ও সচেতন অভিভাবক প্রয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়াৎ জাহান বলছেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় যে অসঙ্গতিগুলো রয়েছে তার পেছনে অবকাঠামোগত যেমন সমস্যা আছে, তেমনি পারিবারিকভাবে আমাদের সচেতনতার সমস্যাও আছে। রুবাইয়াৎ জাহান বলেন, আমাদের দেশের গ্রাম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দক্ষ শিক্ষক পাওয়া যায় না। বিষয় ভিত্তিক দক্ষ শিক্ষক এই প্রতিষ্ঠানগুলোতে তেমন নেই বললেই চলে। ফলে পড়াশোনার জন্য বিভিন্ন কারিকুলাম গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রথম দিকে তেমন কোনো কাজ না হওয়াতে বর্তমানে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। ছেলে-মেয়েরা একাডেমিক এক ধরনের পড়াশোনা করছে আর চাকরি বাজারের জন্য অন্য ধরনের পড়াশোনা করছে। এই সমস্যা সমাধানের জন্য দক্ষতা ভিত্তিক পড়াশোনার কারিকুলাম তৈরি করা হয়েছে। ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষা নীতির বাস্তবায়নে জোর দিতে হবে। অধ্যাপক রুবাইয়াৎ জাহান মনে করেন, এসব সমস্যা থেকে উত্তরণের জন্য অবশ্যই শিক্ষকতা পেশা সম্পর্কে আরও গুরুত্বারোপ করতে হবে। প্রাথমিক থেকে শুরু করে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয় ভিত্তিক দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। আর সরকারের উচিত হবে শিক্ষকদের বেতন কাঠামো উন্নত করা।

সর্বশেষ খবর