শিরোনাম
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা

ত্রিদেশীয় সিরিজ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা

বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অধিনায়ক

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ মাঠে গড়াচ্ছে আজ। প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ

জিম্বাবুয়ে।

বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে হার, তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এবং সব শেষ আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজে হেরে বিপর্যস্ত টাইগাররা কি পারবে আজ আফ্রিকানদের হারিয়ে জয়ের ধারায় ফিরতে? যদিও টি-২০র পরিসংখ্যানে খানিকটা এগিয়ে স্বাগতিকরাই। ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৫টি। তাছাড়া টি-২০ জিম্বাবুয়ে এখন ১৪ নম্বর দল। স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এমনকি নেপালও জিম্বাবুয়ের উপরে। আফ্রিকান দলটি এখন সম্পূর্ণ ছন্নছাড়া। তারপরও আজ এই জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘আফ্রিকান দলগুলো যে কোনো পরিস্থিতিতে

ঘুরে দাঁড়াতে পারে।’ তা ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সবশেষ টি-২০ সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে তারা। সবশেষে দুই ম্যাচে জয় পাওয়ায় তাদের আত্মবিশ্বাসী করে তুলছে। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘সংস্করণ যত ছোট হয় দলগুলোর ব্যবধান ততই কমে আসে। টি-২০ খেলাটাই এমন যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই রকম খেলোয়াড় আপনার দু-তিনজন দরকার যে কিনা একাই খেলাটা আপনার দিকে এনে দিতে পারে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর