শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উন্নয়নের অংশীদার হতে চায় ব্রিটেন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

উন্নয়নের অংশীদার হতে চায় ব্রিটেন

রবার্ট চ্যাটারটন ডিকসন ও তার স্ত্রী মিসেস তেরেসা আলবর গত বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের তেতলাবো এলাকায় এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ) লিমিটেডের কারখানা পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় উৎপাদিত পণ্যের গুণগতমান ও কাজের পরিবেশ দেখে হাইকমিশনার ও তার স্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে এসিএস টেক্সটাইল কারখানাটি পরিবেশবান্ধব। এ প্রতিষ্ঠানটি ঘুরে আমরা মুগ্ধ।’ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন এসিএস টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী, পরিচালক ওভায়েস আকবানী, সাশীন হাসান, নির্বাহী পরিচালক জহুরুল কবির প্রমুখ।

সর্বশেষ খবর