শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগ নিয়ে কোনো মন্তব্য নেই

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগ নিয়ে কোনো মন্তব্য নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগ সম্পর্কে বলেছেন, ‘এ নিয়ে আর কোনো কথা নয়। কারণ প্রধানমন্ত্রী, আমাদের সভানেত্রী শেখ হাসিনা বিষয়টি দেখছেন। এ নিয়ে আর কোনো মন্তব্য নেই।’

গতকাল রাজধানীর বনানীর সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে এক চুক্তি

স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রংপুরের নির্বাচন ও জোটের অবস্থান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘রংপুরের আসনটি আসলে জোটের নিয়ম অনুযায়ী জাতীয় পার্টির ছিল, এরশাদ সাহেবের আসন। জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে। এখন তারা আলাদাভাবে নির্বাচনে এলে আসতে পারে, সেটা তাদের ব্যাপার। আর যদি জোটগতভাবে আমাদের কাছে আসনটি চায়, তখন আমরা বিবেচনা করব। এ মুহূর্তে আমাদের প্রার্থী আছে। যতক্ষণ পর্যন্ত না আলোচনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’ মহাসড়কে টোল আদায় চুক্তি সম্পর্কে তিনি বলেন, এটা চুক্তি পর্যন্ত গড়াতে অনেক সময় লাগবে। এখনো টোলের বিষয়টি নির্ধারণই হয়নি। কাজেই এ নিয়ে আগাম মন্তব্যের কোনো কারণ নেই।

সর্বশেষ খবর