রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সাকিবকে নোটিস দিচ্ছে বিসিবি

ভারত সফরে যেতে পারছেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক

সাকিবকে নোটিস দিচ্ছে বিসিবি

ক্রিকেটারদের দাবি পূরণ করেছে বিসিবি। ধর্মঘট প্রত্যাহার করেছেন ক্রিকেটাররা। মাঠে ফিরেছেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। প্রাণ ফিরেছে ক্রিকেটে। প্রস্তুতি নিচ্ছেন ভারত সফরের জন্য। টেস্ট খেলুড়ে দেশ হওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে ক্রিকেটাররা। ক্রিকেটারদের কোচিং করাতে ইতিমধ্যেই ঢাকায় পা রেখেছেন রাসেল ডোমিঙ্গো,  নেইল ম্যাকেঞ্জি ও ড্যানিয়েল ভেট্টরি। তারা কাজও শুরু করেছেন। এ অবস্থা যখন ক্রিকেটাঙ্গনে, তখনই চমকে দিয়েছে বিসিবি। গ্রামীণ ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চুক্তি করায় সাকিবকে কারণ দর্শানোর চিঠি পাঠাচ্ছে ক্রিকেট বোর্ড। একই সঙ্গে গ্রামীণ ফোনকেও নোটিস পাঠানোর কথা ভাবছে বিসিবি। টাইগার অধিনায়ক সাকিবকে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চুক্তি অনুযায়ী বোর্ডের অনুমোদন ছাড়া যে কোনো ক্রিকেটারের বিজ্ঞাপন বা নতুন কোনো চুক্তিতে রয়েছে নিষেধাজ্ঞা। চুক্তিতে বলা আছে, টিম স্পন্সরদের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে যাওয়া যাবে না। ভারত সফরের আগে সাকিবকে চিঠি পাঠানোর বিষয়টি কতটা যৌক্তিক এবং দলের ওপর কতটা প্রভাব ফেলবে, সেটা নিয়ে তোলপাড় ক্রিকেটাঙ্গন। প্রথম শ্রেণির ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, বিপিএলে দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সামঞ্জস্য করাসহ ১১ দফা দাবি পেশ করেন সাকিবরা। পরবর্তীতে তার সঙ্গে আরও দুটি দাবি সংযুক্ত করেন সাকিবরা। ক্রিকেটারদের দাবির মুখে হার্ডলাইনে অবস্থান নেয় বিসিবি। দুই পক্ষের পাল্টপাল্টি অবস্থানের ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল ক্রিকেটে। সেই অবস্থারও এখন সমাপ্তি হয়েছে। কিন্তু গ্রামীণ ফোনের সঙ্গে সাকিব চুক্তি করার বিষয়টি মেনে নিতে পারেননি বিসিবি সভাপতি। ক্ষুব্ধ বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন। সেটি কোম্পানির কাছেও দাবি করব। দাবি করব খেলোয়াড়ের কাছেও। আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (বৃহস্পতিবার) শুনলাম প্রথম। আমি বলে দিয়েছি, গ্রামীণ ফোনকে লিগ্যাল নোটিস পাঠাও। বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও। বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও। আমাদের ব্যাখ্যা চাই। সে আইন ভঙ্গ করে গেল কেন? এখন সে যদি দেখাতে পারে যে আইন ভঙ্গ করেনি, ওকে তো বলার সুযোগ দিতে হবে। আমাদের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে, বোর্ডের কোনো নিয়ম-কানুন মানি না। এ রকম হলে কঠোর ব্যবস্থা নেবই।’ সাকিবকে কারণ দর্শানোর চিঠি পাঠানোর বিষয়ে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা তাকে একটি চিঠি পাঠাব। সেটা নিয়ে আমরা কাজ করছি।’ ভারত সফরের আগে টাইগার অধিনায়কের বিপক্ষে বিসিবির এমন হার্ডলাইনে যাওয়াটা কতটা যৌক্তিক, প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।

ভারত সফরে যেতে পারছেন না তামিম : পারিবারিক কারণে বাংলাদেশ দলের ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শিগগিরই তিনি যাবেন ব্যাংককে। শুক্রবার মিরপুরে দলের অনুশীলনে এলেও গতকাল ছিলেন না তিনি। আপাতত ক্রিকেটের বাইরেই থাকবেন কিছুদিন।

সর্বশেষ খবর