সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

১২ ডিসেম্বরের পর এক দফার আন্দোলন

নাটোর প্রতিনিধি

১২ ডিসেম্বরের পর এক দফার আন্দোলন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তি না হলে বুঝতে হবে শেখ হাসিনার হস্তক্ষেপের কারণে হয়নি। যদি তাই হয় তাহলে ১২ ডিসেম্বরের পর এক দফার আন্দোলন শুরু হবে। এই এক দফা হবে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন। গতকাল নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে টেলিকনফারেন্স করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দুলু আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। তার মুক্তি হলে সেটিই হবে গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি। তিনি খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য এমদাদুল হক আল মামুন, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, ফরহাদ আলী দেওয়ান শাহীন, খবির উদ্দীন শাহ, বাবুল চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর