বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ঋণ খেলাপের মামলা

লতিফ সিদ্দিকী, স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান

নিজস্ব প্রতিবেদক

তিন ব্যাংক থেকে নেওয়া শত কোটি টাকা ঋণ ফেরত দিচ্ছেন না আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর পরিবার। সাবেক সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীর মালিকানাধীন ধলেশ্বরী লিমিটেড ও মেজেস্টিকা হোল্ডিং লিমিটেডের নামে নেওয়া হয় এ ঋণ। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৫৬ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ৩১ কোটি টাকা ও এবি ব্যাংকের ৫৫ কোটি টাকা পাওনা হয়েছে। সম্প্রতি এবি ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হলে কোম্পানি দুটির পরিচালক হিসেবে লতিফ সিদ্দিকী ও তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল গুলশান থানা পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালায়। তবে তারা পালিয়ে গেছেন। জানা গেছে, এবি ব্যাংকের কারওয়ানবাজার শাখার ঋণখেলাপি ধলেশ্বরী লিমিটেডের চেয়ারম্যান লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক অনিক সিদ্দিকী, পরিচালক মেয়ে রাইনা ফারজিন। মেজেস্টিকা হোল্ডিং লিমিটেডেরও একই মালিকানায় তারা সবাই। উভয় প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড, কারওয়ানবাজার শাখা থেকে ঋণ নেয়। পরবর্তীতে উভয় প্রতিষ্ঠান ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক শাখা কর্তৃক উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করে। ম্যাজিস্ট্রেট গত ২ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা নিয়ে গুলশান থানার পুলিশ আসামিদের গতকাল তাদের ব্যাংকের কাছে বন্ধক দেওয়া গুলশান-১ এর বাড়ি নং-৮ এ গ্রেফতার অভিযান চালায়। পুলিশ যাওয়ার আগেই তারা সরে পড়েন।

সর্বশেষ খবর