শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপি ভোটের অঙ্কে ভুল করেছে

পাবনা প্রতিনিধি

বিএনপি ভোটের অঙ্কে ভুল করেছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি। অনেক উন্নত দেশের তুলনায় ভালো ভোট হয়েছে। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই। ফিঙ্গার না মিললে ভোট দেওয়ার সুযোগ নেই। ফিঙ্গার প্রিন্ট না মেলায় প্রধান নির্বাচন কমিশনারকেও ভোট দিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। একজনের ভোট অন্যজন দেওয়ারও সুযোগ নেই। কম ভোট পড়ার ক্ষেত্রে বিএনপি অনেকাংশে দায়ী। বিএনপি মানুষের মধ্যে দ্বিধা ও আশঙ্কা সৃষ্টি করেছে, যার ফলে ১০/১৫ শতাংশ ভোট কম পড়েছে। সিটি করপোরেশন নির্বাচনে ১৯ শতাংশ নয়, ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে। বিএনপি ভোটের অংকে ভুল করেছে। গতকাল সকালে পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে সারা বিশ্বে সংবাদ মাধ্যমগুলোকে প্রতিযোগিতা করতে হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করার জন্য নয়, নিয়মনীতির মধ্যে আনার জন্য কাজ চলছে। বর্তমানে কিছু বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে। তাদের করের আওতায় আনার জন্য কাজ চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হয় কোনো প্রাইভেট কোম্পানির টাকা সরকারের ঘরে যাচ্ছে। অর্থ ব্যবস্থাকে নিয়মনীতির মধ্যে আনার জন্য যেসব সরকারি সংস্থায় অতিরিক্ত টাকা অর্থাৎ যেসব টাকা প্রয়োজন হয় না সেসব টাকা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোলাম ফারুক প্রিন্স এমপি, আহম্মেদ ফিরোজ কবির এমপি, স্কয়ার ট্রয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর