সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্যবসায় এখনো পিছিয়ে নারীরা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায় এখনো পিছিয়ে নারীরা

বাংলাদেশের ১ হাজার ২০০ নারী উদ্যোক্তাকে বিশ্ববাণিজ্যে সংযুক্ত করতে সহায়তা করবে বিশ্বব্যাংক। সংস্থাটি একটি প্রকল্প নিয়েছে যার আওতায় বহুজাতিক কর্পোরেট ক্রেতাদের সঙ্গে দেশের এই নারী উদ্যোক্তাদের যোগাযোগ ঘটিয়ে দেওয়া হবে। এতে করে স্থানীয় নারী উদ্যোক্তাদের শিল্প পণ্য আন্তর্জাতিক বাজারে প্রসার পাবে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘কর্পোরেট কানেক্ট : স্ট্রেংদেনিং মার্কেট এক্সেস ফর উইম্যানস বিজনেস অনার্স ২০২০ কনফারেন্স অ্যান্ড বিজনেস ফেয়ার’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বব্যাংক গ্রুপ। অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য খাতের উন্নয়নে নারীর ভূমিকা অনেক। জিডিপি প্রবৃদ্ধি দুই অঙ্কে নিতে হলে দেশের নারী সমাজকে পিছিয়ে রাখার সুযোগ নেই। বাংলাদেশের নারীরা এখন দেশে-বিদেশে সফলভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দেশের সব খাতে নারীর উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ব্যবসায় এখনও পিছিয়ে নারীরা।

মন্ত্রী বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে দেশের বিপুল নারী শ্রমিক কাজ করছেন। তাদের পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সরকার নারী উন্নয়নে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র ডিরেক্টর (জেন্ডার) কারেন গ্রোন, সংস্থাটির প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, উইকানেক্ট ইন্টারন্যাশনালের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার এলিজাবেথ এ ভাজকুয়েজ, মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর প্রেসিডেন্ট নিহাদ কবীর এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স কো-অপারেশন (আইএফসি)-এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান এবং নেপাল), মিসেস উইনদে জো ওয়ারনার। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর