সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদের জামিন

নড়াইল প্রতিনিধি

রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদের জামিন

নড়াইলের একটি মানহানি মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে জামিন দিয়েছে আদালত। রবিবার দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন মওদুদ আহমদের জামিন মঞ্জুর করেন। ২০১৭ সালের ১২ ডিসেম্বর নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল বাদী হয়ে মানহানি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে  বাংলাদেশ ডেমক্র্যাটিক কাউন্সিলের মতবিনিময় সভায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে কটূক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন। এ সময় অনুষ্ঠানের অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ হাততালি দিয়ে ওই বক্তব্য সমর্থন করেন। এ ঘটনায় মাহমুদুর রহমানকে প্রধান এবং বাংলাদেশ ডেমোক্র্যাটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম ও ব্যারিস্টার মওদুদ আহমদকে আসামি করে নড়াইল সদর আমলি আদালতে মানহানি মামলা করেন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এদিকে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে হাজিরা দিতে এলে জেলার বিভিন্ন প্রান্ত  থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। জামিন শেষে মওদুদ আহমদ বলেন, সুদূর ঢাকা থেকে এসেছি একটি তুচ্ছ মামলায় হাজিরা দিতে। এ মামলাটি তো গ্রহণ করা উচিত হয়নি। আমার বিরুদ্ধে অভিযোগ হলো ২০১৭ সালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সরকারের সমালোচনা করে একটি বক্তব্য রেখেছেন।

আমি তার সমর্থনে শুধু করতালি দিয়েছিলাম। আর চার্জশিটে লিখল আমি করতালি দিয়ে তাকে উৎসাহিত করেছি। করতালি যে একটা ক্রিমিনাল ওফান্সে আমি জানতাম না। খালেদার জিয়ার জামিনের বিষয়ে বললেন, শুধু রাজনৈতিক কারণে সরকার বেগম খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না। এ ধরনের মামলায় আদালত জামিন দিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় দুই বছর হয়ে গেল আমরা জামিন পেলাম না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর