সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ মোট ১৬ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় এক পক্ষের আহতরা হলেন- খোরশেদ বিন মেহেদী, ইমন সিকদার, অভিজিৎ দাশ, ফাহাদুল ইসলাম, হোজাইফা বিন কবির, কনক দেবনাথ ও সাজেদুল ইসলাম হৃদয়। অপর পক্ষের আহতরা হলেন- সানি হাসনাত, ডা. ফয়সাল আহমেদ, ডা. মাসুম বিল্লাহ মাহিন, মাহতাব বিন হাসিম ও ডা. নুর মোহাম্মদ তানজিম। মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আমাদের চার সদস্যও আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থী ইমন শিকদার বলেন, আমাদের লিডার মহিবুল হাসান চৌধুরী নওফেল হাসপাতাল পরিদর্শনে আসছেন শুনে আমরা ৭-৮ জন হাসপাতালে যাই তাকে রিসিভ করতে। সেখানে গিয়ে দেখলাম মেয়র মহোদয় আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা আগে থেকেই সেখানে আছেন। তারা শুরুতে আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। পরে নেতা চলে যাওয়ার পর অতর্কিতভাবে তারা আমাদের ওপর হামলা করে। অন্যদিকে আ জ ম নাছির উদ্দীনের অনুসারী চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জানিয়েছেন, আমাদের ৫৭তম ব্যাচের যেসব ছাত্র চিকিৎসক হয়েছেন তাদের শপথ অনুষ্ঠান ছিল। মন্ত্রী মহোদয় আসার পর আমাদের পক্ষ থেকে তাকে রিসিভ করা হয়। তবে দুঃখের বিষয় তিনি ইদানীং মেডিকেলে এলে তার পেছনে সোহেল হত্যা, অস্ত্র মামলার আসামিসহ একাধিক মামলার আসামি ঘোরাফেরা করে। তিনি বলেন, মন্ত্রী মহোদয় চলে যাওয়ার পরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ঘিরে রেখে কয়েকজন মেডিকেল শিক্ষার্থী ও বহিরাগত সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। মারামারি থামাতে গিয়ে আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর