সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রীর

ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রিজেন্ট হাসপাতালের অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল দুপুরে রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এ দাবি জানান।

বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরেরে মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না, আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হতো। অর্থাৎ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দাও, তারা পরীক্ষা করবে। তাহলে কার দায়িত্ব? এ ব্যর্থতার দায় স্বাস্থ্যমন্ত্রীর। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘কভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবায় হটলাইন কল সেন্টার উদ্বোধন উপলক্ষে এ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি ডা. হারুন অর রশিদও বক্তব্য দেন। অনুষ্ঠানে করোনা মোকাবিলায় বিএনপির দেওয়া দীর্ঘ-মধ্য-স্বল্প মেয়াদি প্রণোদনা প্রস্তাবনায় সরকার সাড়া না দেওয়ার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবার কল সেন্টার ০৯৬৭৮১০২১০২ নম্বরে ফোন করে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আজকে দুঃখ ও লজ্জা হয়, যখন দেখি প্রচ  দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজন। আজকে তারা গোটা স্বাস্থ্যব্যবস্থাকে ভেঙে ফেলেছে, ভঙ্গুর করে দিয়েছে এ সেবা খাতকে। আমি গণমাধ্যমের কর্মী ও সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই, এই চরম বৈরিতার মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিময় নিয়ে সংবাদ প্রকাশ করা বিপজ্জনক জেনেও তা প্রকাশ করছেন। আওয়ামী লীগ আমলে কীভাবে দুর্নীতি ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে তা জানতে পারছে সবাই। তিনি বলেন, আমরা ব্রিটিশ আমলে দেখেছি, তারা কীভাবে জনগণের সম্পদ লুট করে নিয়ে গেছে। পাকিস্তান আমলে দেখেছি, তারা কীভাবে সব লুট করে নিয়ে গেল। এখন দেখছি, আওয়ামী লীগ মানুষের পকেট কেটে সব লুট করে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর