বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ

পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বাস্থ্য খাত নিয়ে তুমুল বিতর্কের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

স্বাস্থ্যসেবা সচিব আবদুল মান্নান জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবুল কালাম আজাদ তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদফতরের কাজের তুমুল বিতর্কের মধ্যে তিনি পদত্যাগ করলেন। করোনা নিয়ে মন্ত্রণালয় ও অধিদফতরের কাজে সমন্বয়হীনতা আগে থাকলেও তা সম্প্রতি প্রকাশ্যে আসে। কভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অধিদফতর থেকে অনুমোদন পাওয়া রিজেন্ট হাসপাতাল এবং নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান জেকেজির নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার পর স্বাস্থ্য খাত নিয়ে শুরু হয় সমালোচনা। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে ডা. আজাদ এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন। ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা আবুল কালাম আজাদ ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। আবুল কালাম স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক এবং অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্বেও ছিলেন।

সর্বশেষ খবর