সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সোনিয়া গান্ধীই আপাতত থাকছেন কংগ্রেস সভাপতি

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

সোনিয়া গান্ধীই আপাতত থাকছেন কংগ্রেস সভাপতি

সোনিয়া গান্ধী আপাতত ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদে বহাল থাকছেন। আজ দশ আগস্ট তাঁর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে এক বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। তার আগে গতকাল কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি জানান, যতদিন না নতুন সভাপতি নির্বাচনের জন্য দিন ঘোষণা হচ্ছে সোনিয়া গান্ধীই সভাপতি পদে বহাল থাকছেন। তবে কবে দলের সাংগঠনিক নির্বাচন হবে তা তিনি বলেননি। দলের যুব নেতারা কিছুদিন আগে রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি তুলেছিলেন। তিনি এখনো তাতে সম্মতি দেননি বলে দলীয় সূত্রে জানা গেছে। গত লোকসভা নির্বাচনের পরে রাহুল গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দেন এবং দলের সর্বোচ্চ নীতিনির্ধারক ওয়ার্কিং কমিটিকে চিঠি লিখে জানান, তিনি বা গান্ধী পরিবারের কেউই সভাপতি হবেন না। পরিবর্তে তারা অন্য কাউকে সভাপতি মনোনীত করতে পারেন। কিন্তু এতে দলের মধ্যে সর্বসম্মতি না হওয়ায় সোনিয়া গান্ধীকেই অন্তর্বর্তীকালীন সভাপতি করা হয়। আজ দশ আগস্টের পরও তিনিই সভাপতি পদে বহাল থাকছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর