রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যসেবায় গ্রামের মানুষ অবিচারের শিকার হচ্ছেন

------ পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যসেবায় গ্রামের মানুষ অবিচারের শিকার হচ্ছেন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চিকিৎসকদের অনীহার ফলে গ্রামের মানুষ ‘অবিচারের শিকার’ হচ্ছেন। এতটা অবিচারের শিকার হওয়ার কথা তাদের ছিল না। অথচ সাধারণ মানুষের অর্থেই গত ৫০ বছরে আমরা বিশাল বড় অবকাঠামো গড়ে তুলেছি।

গতকাল ইকোনমিকস স্টাডি সেন্টার (ইএসসি) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের ত্রুটি বিশ্লেষণ : ভবিষ্যৎ নীতি নির্ধারণের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হকের সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌফিক জোয়ারদার,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শাহাদাত হোসেন, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ প্রমুখ অংশ নেন। আলোচনা অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, দেশের জনস্বাস্থ্য বিভাগে ‘দক্ষ কর্মীর’ অভাব রয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমার দুঃখ হয়, মেডিকেল প্রফেশন থেকে গ্রামাঞ্চলের মানুষের সেবার জন্য আমরা যতটুকু আশা করেছিলাম, ওই ধরনের সহায়তা আমরা পাইনি। সরকারি চিকিৎসকদের মধ্যে যাদের গ্রামে বা মফস্বলে পাঠানো হয়, তাদের নিয়মিত কর্মস্থলে না থাকার অভিযোগ অনেক পুরনো। শহুরে সুযোগ-সুবিধা না পাওয়া কিংবা প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ কম থাকার কারণে অনেকেই মাসের পুরো সময় উপজেলা পর্যায়ে নিজের কর্মস্থলে থাকতে চান না। ফলে গ্রামাঞ্চলের মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।

সর্বশেষ খবর