বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো ব্যক্তি বা দলের ওপর নির্ভরশীল নয় : পররাষ্ট্র সচির

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো ব্যক্তি বা দলের ওপর নির্ভরশীল নয় : পররাষ্ট্র সচির

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো ব্যক্তি বা দলনির্ভর নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, এটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠিত। সেই হিসেবে আমি মনে করি না যে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে বাজার রয়েছে সেটিতে (নির্বাচনের) কোনো প্রভাব পড়বে। যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে সেটিও যথেষ্ট ঊর্ধ্বমুখী। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ বলতে পারছে না কে জিতবে। তবে অনেকে ডেমোক্র্যাটদের এগিয়ে রেখেছেন। পররাষ্ট্র সচিব বলেন, এমন কোনো ইঙ্গিত পাইনি যে কোনো ব্যক্তির জয়লাভের কারণে এর বিপরীত কোনো পরিস্থিতি তৈরি হবে। আমাদের যে দাবিগুলো আছে তারা বিভিন্ন কারণে কিছু সুবিধা স্থগিত করেছিল। তার জন্য ?কূটনৈতিক চেষ্টা থাকবে সেগুলো পুনঃস্থাপন করার জন্য। তবে অবশ্যই যদি সরকার পরিবর্তন হয়, তবে নতুন করে শুরু করতে হবে। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি স্টিফেন বিগ্যানের সফরের সময়ে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনার ধোঁয়াশার বিষয়ে সচিব বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আমাদের কোনো নির্দিষ্ট প্রস্তাব দেননি। ওই দিন বিগ্যান আমাদের সাধারণভাবে বলেছেন, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং আমরা বলেছি অর্থনৈতিক যে কোনো প্রস্তাবে আমরা আলোচনা করতে প্রস্তুত। ভাসানচরে রোহিঙ্গা পাঠানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ৩০৬ জন রোহিঙ্গা ভাসানচরে অবস্থান করছে। আমরা আরও ৩০০ থেকে ৪০০ জনকে নিয়ে যাওয়ার চিন্তা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর