ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞন বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা বলেছেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের মাধ্যমে বিজ্ঞ এবং প্রাজ্ঞ সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তা হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গাদের শুধু জায়গাই দেয়নি তাদের স্থানান্তরও করেছে যাতে রোহিঙ্গারা উন্নত জীবনযাপন করতে পারে। তাদের অপরাধমূলক বিভিন্ন কর্মকান্ড থেকে দূরে রাখতে এবং তাদের ন্যূনতম মানবিক অধিকার যেন বঞ্চিত না হয়, এ জন্যই ভাসানচরে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ড. জিনাত হুদা বলেন, রোহিঙ্গা ইস্যুতে অনেক দিন ধরেই কথাবার্তা বা বাকবিতন্ডা হচ্ছে। নির্যাতিত রোহিঙ্গা যারা এদেশে এসে দীর্ঘদিন কক্সবাজারের উখিয়াসহ অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন তাদের বাংলাদেশ সরকার যথেষ্ট সাহায্য করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি অত্যন্ত মানবিক আচরণ করেছেন। আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব, যারা বড় রাষ্ট্র, মানবাধিকার এবং নির্যাতিত মানুষের পাশে থাকার কথা যে দেশগুলো বলে তাদের কেউই কিন্তু শরণার্থীদের বোঝা নিজের কাঁধে নিতে চায় না। এমনকি মুসলিম দেশগুলোকেও এ ব্যাপারে এগিয়ে আসতে দেখা যায়নি। সেখানে বাংলাদেশের মতো দেশ যেখানে কোটি কোটি মানুষের বসবাস এবং যে দেশে অনেক গরিব মানুষ সেই দেশটিই এত বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা কাঁধে নিয়েছে। এর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, রোহিঙ্গাদের অবস্থান নিয়েও নানা মতবাদ আছে। তাদের অনেকে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরে নানা উগ্রবাদী সম্প্রদায় আছে তাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পৃক্ততার কথা শোনা গেছে। আবার নারী পাচার, মাদক বিক্রির মতো নানা অপরাধমূলক কর্মকাে ও তারা জড়িয়ে পড়েছে। এ ছাড়া আমাদের পরিবেশের ওপরও তারা বড় ধরনের প্রভাব ফেলছে। এই অধ্যাপক আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ও স্থানীয় সব এনজিও সংস্থার ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। তারা এ ইস্যুতে মোটেও প্রশংসার দাবি রাখে না। তাদের বরং সহযোগিতা করার কথা ছিল যা তারা মোটেও করেনি। তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জেনেছি, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য পরিকল্পিত আবাসন ব্যবস্থা করা হয়েছে। অথচ কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করত। নারীরা সেখানে নির্যাতনের শিকার হতো। আর ভাসানচরে নির্মিত ঘরগুলোতে একটি পরিবারের থাকার জন্য যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন তার সবকিছুই আছে। সেখানে পুকুরের ব্যবস্থা আছে, সাইক্লোন মোকাবিলার ব্যবস্থা আছে এবং বিদ্যুৎ ও স্কুলের সুবিধা আছে। আজকের দিনে দূর বলে কিছু নেই। পৃথিবীতে দেশে দেশে অনেক মানুষ দ্বীপে বসবাস করে। এরই মধ্যে রোহিঙ্গাদের নেতারা যাদের মাঝি বলা হয় তারাও ভাসানচর ঘুরে এসেছেন এবং সেখানে থাকার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন। তবে ভাসানচরে নেওয়ার মধ্য দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার প্রক্রিয়া যে দীর্ঘায়িত হবে এমন নয়। বরং মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় কিনা তা দেশটির রাজনৈতিক স্ট্যাট্রেজি এবং আন্তর্জাতিক প্রভাবের ওপর নির্ভর করে। মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে চাইলে আজও নিতে পারে, কালও নিতে পারে। কিন্তু ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
স্থানান্তরের মাধ্যমে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে
----- অধ্যাপক জিনাত হুদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর