প্রায় দুই মাস পর নয়াপল্টন কার্যালয়ে এলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। লাঠি হাতে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে তিন তলায় নিজের দফতরে বসেন। কুশল বিনিময় করেন অফিস কর্মীদের সঙ্গে। তাদের শারীরিক অবস্থা, পরিবারের খোঁজখবর নেন তিনি। হঠাৎ করে তাঁর অফিসে আসায় কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কাছাকাছি থাকা কয়েকজন নেতা-কর্মী ছুটে আসেন তাদের প্রিয় নেতা রিজভীকে দেখতে। মাস্ক পরে রুমে ঢুকে সালাম বিনিময় করেন তারা। তিনি গণমাধ্যমকে জানান, এখন অনেকটা সুস্থ বোধ করছি। রিং পরানোর পর সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে। যেটা কখনোই করিনি। এই করোনাকালে কত জায়গায় মানুষের কাছাকাছি গিয়েছি তার কোনো হিসাব নেই। এখন অফিসে আসার চেষ্টা করব যদি শরীরটা এরকম ভালো থাকে। রিজভীর অনুপস্থিতিতে দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাড়ে ১১টায় কার্যালয়ে আসেন। রিজভীর সঙ্গে দলীয় কাজ-কর্ম নিয়ে একান্তে কথা বলেন। প্রিন্স বলেন, রিজভী ভাই অফিসে এসেছেন। তাঁর অনুপস্থিতিতে আমার ওপর দায়িত্ব ছিল দফতর দেখভালের। পেইন্ডিং বিভিন্ন বিষয় সম্পর্কে উনাকে অবহিত করেছি। শনিবার থেকে রিজভী ভাই আশা করছি নিয়মিত অফিসে আসবেন। বেলা সাড়ে ১২টায় রিজভী নয়াপল্টনের অফিস ছেড়ে যান। সর্বশেষ রিজভী আহমেদ নয়াপল্টনে অফিস করেন ১২ অক্টোবর। এরপর দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের গাড়িতে ওঠার পরই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল