নারীর মর্যাদা ইস্যুতে পুরুষতান্ত্রিক মাইন্ডসেটের পরিবর্তন হয়নি। নারীরা নিজেরা তাদের নিজ যোগ্যতায় অনেকটা এগিয়ে গেছে। কিন্তু নারীকে মানুষ হিসেবে দেখার জন্য পুরুষের যে মনোভাব, এর পরিবর্তন হয়নি। এর প্রমাণ, পুরুষ এখনো নারীকে ভোগ্যপণ্য মনে করে। এখনো পুরুষদের বলয়ের ভিতরে নারীরা আছে। এ অবস্থার পরিবর্তন আনতে হলে শাসকগোষ্ঠীকে বিরাট দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন কিছুটা তো হয়েছেই তা অস্বীকার করব না। তবে বেশ কিছু জায়গায় এখনো বৈষম্যের শিকার নারী। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু বৈষম্যের শিকার হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় দেশের নারীরা অনেক দূর এগিয়ে গেছে। তবে দেশে প্রচলিত পারিবারিক আইনে যদি নারী-পুরুষকে সমতা দেওয়া না হয় তাহলে নারীর প্রতি বৈষম্য দূর হবে না। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আমাদের মন-মানসিকতা যতটা অগ্রসর হওয়ার কথা ছিল তা হয়নি। নব্বইয়ের দশকের পর থেকে নারী নিপীড়ন-সংক্রান্ত একটির পর একটি ঘটনা ঘটেই চলেছে। সেই সময় থেকে এ পর্যন্ত ভয়াবহ রকমের যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে। আর এর কারণ, নারীকে এখনো ভোগ্যপণ্য মনে করা হচ্ছে। নির্যাতনের এই মাত্রা বৃদ্ধির পেছনে অনেক কারণ আছে। আইনের প্রয়োগ না হওয়া, মাদকাসক্তি, সহজলভ্য পর্নো ভিডিও নারী নির্যাতনের মাত্রা উসকে দিচ্ছে। আবার অস্ত্র ও ক্ষমতার অপব্যবহারেও ধর্ষণের মতো ঘটনা বেড়ে যাচ্ছে। সালমা আলী বলেন, নারীদের উদ্দেশে বলতে চাই, সাহস করে এগিয়ে চলতে হবে। নারীর আর্থিক, সামাজিক ও পারিবারিক সম্মান তার নিজেকেই করে নিতে হবে। এটা কেউ তাকে তুলে দেবে না।
শিরোনাম
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
পুরুষতান্ত্রিক মাইন্ডসেট পরিবর্তন হয়নি
------- সালমা আলী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর