রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

আর্চারিতে বাংলাদেশের বিশ্বজয়ের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

আর্চারিতে বাংলাদেশের বিশ্বজয়ের হাতছানি

বাংলাদেশের ৫০ বছর ইতিহাসে ক্রীড়াঙ্গনের শ্রেষ্ঠ অর্জন যুব বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জয়। আজ আরও বড় প্রাপ্তির দিন। যুব নয় মূল বিশ্বকাপেই আর্চারিতে চ্যাম্পিয়নের হাতছানি। এখন পর্যন্ত কোনো বিশ্বকাপেই সেমিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। কিন্তু আর্চারিতেই ফাইনালে উঠে নতুন এক ইতিহাস গড়েছে। আজ রোমান সানা ও দিয়া সিদ্দিকি জিতলেই নতুন আরেক ইতিহাস গড়ে ফেলবেন।

সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারির রিকার্ভ বিভাগে মিশ্র দলগত ইভেন্টে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি জুটি। পুরুষ ও মহিলা আর্চারে গড়া এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে তীর ছুঁড়বেন নেদারল্যান্ডের গ্রাবিয়েলা সুলশার ও সেফ ফলডেন মার্গে। ২০১৯ সালে নেদারল্যান্ডে রিকার্ভ এককে বৌঞ্জ পদক জিতে আলোড়ন তোলেন রোমান সানা। আজ দিয়াকে নিয়ে বিশ্ব আর্চারির আরও বড় শিরোপা জয়ের অপেক্ষায় আছেন। বিকাল সোয়া ৩টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ খবর