রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা
মাঠে গড়াচ্ছে রাজনীতি

ভার্চুয়ালের পাশাপাশি রাজপথে নানা কর্মসূচিতে বিএনপি

মাহমুদ আজহার

ভার্চুয়ালের পাশাপাশি রাজপথে নানা কর্মসূচিতে বিএনপি

ভার্চুয়ালের পাশাপাশি বিএনপি এখন নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে। বিশেষ করে দিবসভিত্তিক কর্মসূচিগুলো বিএনপি রাজপথেই করছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে ব্যাপক শোডাউন করেছে দলটি। ১৫ দিনের নেওয়া কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের পাশাপাশি ঢাকাসহ সারা দেশেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো মাঠে নেমেছে। দেশে লকডাউন থাকায় সীমিত পরিসরে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার কথা থাকলেও বিএনপি এখন আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। লকডাউন উঠে গেলে রাজপথে পুরোদমেই রাজনীতির জন্য প্রস্তুত দলটি। দল ও অঙ্গসংগঠনের পুনর্গঠন প্রক্রিয়াও খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

বিএনপির সিনিয়র নেতারা বলছেন, নতুন নির্বাচন দাবিতে সব সময় সরব বিএনপি। করোনা পরিস্থিতির কারণে বিএনপি সাংগঠনিক কর্মকান্ড কিছুটা সীমিত করলেও দাবি থেকে সরে আসেনি। বিএনপির এখনো সেই দাবিতেই আছে। তারা মনে করেন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য ভোটের দাবিতে আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতেও আন্দোলনের বাইরে কিছুই ভাবছে না নেতা-কর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুমের সময় বাদে বাকি পুরো সময়ই দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। তৃণমূল থেকে কেন্দ্রের নেতাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলছেন। সপ্তাহে প্রতি শনিবার ভার্চুয়ালে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও সিনিয়র নেতারাও নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সবার বক্তব্যেই উঠে আসছে, আন্দোলন, আন্দোলন আর আন্দোলন।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোটবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই নতুন নির্বাচনের দাবিতে মাঠে রয়েছে বিএনপি। সে লক্ষ্যেই জনমত তৈরি করতে নানাভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের চেয়ারপারসন গণতন্ত্রের নেত্রীও কার্যত কারাবন্দী। নতুন নির্বাচন ও বেগম জিয়ার মুক্তি দাবিতে আমাদের আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। সেই লক্ষ্যেই আমরা সভা-সমাবেশ ও সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা দল-মত নির্বিশেষ সবাইকে পাশে চাই। আন্দোলনের মাধ্যমেই আমরা দাবি আদায় করব ইনশা আল্লাহ।’

বিএনপির দফতর সূত্রে জানা যায়, সারা দেশে দলটির সাংগঠনিক জেলা ৮২টি। এর মধ্যে প্রায় অর্ধেক সাংগঠনিক জেলায় আহ্বায়ক কমিটি। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সময়সীমা বেঁধে দিলেও অধিকাংশ আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা ব্যর্থ হয়েছেন। তারা পূর্ণাঙ্গ কমিটি এখনো দিতে পারেননি। এ জন্য অবশ্য করোনাকালসহ সরকারের নানা প্রতিবন্ধকতার অজুহাতও তুলে ধরছেন। এতে সন্তুষ্ট নয় বিএনপির হাইকমান্ড। এ দিকে কয়েকটি জেলার পূর্ণাঙ্গ কমিটি থাকলেও মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সেগুলো নিয়েও নতুনভাবে চিন্তাভাবনা করছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির দুই ভাগসহ ১১টি মহানগর কমিটিও ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামসহ আরও একটি মহানগরের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগরের দুই শাখার কমিটি শিগগিরই গঠন করা হবে বলে জানা গেছে। তারেক রহমান এ নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। এ দিকে বিএনপির ১১টি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর মধ্যে কয়েকটির পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। আহ্বায়ক কমিটিও হয়েছে কয়েকটির। এগুলো নিয়েও কাজ করছে বিএনপির হাইকমান্ড। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের কমিটি দেওয়া হচ্ছে। অবশ্য এসব কমিটি দেওয়াকে ঘিরে ব্যাপক অনিয়ম হচ্ছে বলেও বিএনপির হাইকমান্ডে অভিযোগ আসছে। বিশেষ করে ছাত্রদল ও যুবদলের জেলা-উপজেলা পর্যায়ের কমিটি ঘিরেই ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৩০ মে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরগরম এখন বিএনপির নয়াপল্টন কার্যালয়। প্রতিদিনই নেতা-কর্মীরা এখন কেন্দ্রীয় কার্যালয়মুখী। রাজধানীসহ সারা দেশে দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত নেতা-কর্মীরা। দলের অঙ্গসংগঠনগুলোও এ উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনা পরিস্থিতিতেও বিএনপির রাজনীতি থেমে থাকেনি। আমরা ভার্চুয়ালে নানা কর্মকান্ড চালাচ্ছি। এখন রাজপথের নানা কর্মসূচিও দেওয়া হচ্ছে। লকডাউন উঠে গেলে আমরা পুরোদমে মাঠের রাজনীতিতে ফিরব।’

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, স্বাস্থ্যবিধি মেনেই নেতা-কর্মীরা মাঠে সরব রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর