শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
নেতাদের সঙ্গে তিন দিনের বৈঠক শেষ বিএনপির

ড. কামালের নেতৃত্বে ভোটে যাওয়া ছিল চরম ভুল

♦ ইসি গঠনের আগে নিরপেক্ষ সরকার দাবিতে আন্দোলনে যেতে হবে ♦ আন্দোলনমুখী নেতৃত্বে দল ও অঙ্গসংগঠনগুলোর কমিটি জরুরি ♦ জামায়াত ছাড়তে নেতাদের চাপ

মাহমুদ আজহার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে ভোটের মাঠে নামাকে রাজনৈতিকভাবে ‘চরম ভুল সিদ্ধান্ত’ ছিল বলে মনে করছেন বিএনপি নেতারা। ওই সিদ্ধান্তের সমালোচনা করে তারা বলছেন, এবার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন বা নির্বাচনের পথে এগোতে হবে। ২০১৮ সালের মতো আর ‘হায়ার’ করা নেতার নেতৃত্বে ভোটে যাওয়া যাবে না। তবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের আগে নিরপেক্ষ সরকার দাবিতে যুগপৎ আন্দোলনের বিকল্প নেই। এক্ষেত্রে আন্দোলনমুখী নেতৃত্বে বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিকভাবে দলের ভাবমূর্তি রক্ষায় জামায়াত ছাড়তে হবে। টানা গত তিন দিনের রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা দলের হাইকমান্ডকে এসব পরামর্শ দেন। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে মঙ্গলবার শুরু হওয়া বৈঠকের শেষ দিন ছিল গতকাল। প্রথমদিন ছিল দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সঙ্গে। দ্বিতীয় দিন যুগ্ম-মহাসচিব থেকে শুরু করে সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় নেতাদের সঙ্গে। সর্বশেষ গতকাল নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক হয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। তিন দিন ধরে চলা এই বৈঠকের সিদ্ধান্ত কী, তা জানানো হয়নি। জানা যায়, দ্বিতীয় দিনে মধ্যম সারির নেতা হাইকমান্ডের উদ্দেশে বলেন, তৃণমূলের কর্মীরা জানতে চান, কার বুদ্ধিত্বে ২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে হায়ার করা হয়েছিল। তিনি তো সরকারের এজেন্ট হিসেবে বিএনপির সঙ্গে জোট করেন। সূত্রমতে, এ সময় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৮ সালে নেতৃত্ব হায়ার করার সিদ্ধান্ত সঠিক ছিল না। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়েছিলেন। তাকে কি আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছিল? আমাদের দলের প্রাণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। তারা জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তাদের সামনে রেখেই আমাদের চলতে হবে। আমাদের তো নেতৃত্বের সংকট নেই। অন্যদের বিএনপির প্রয়োজন নেই।  যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নব্বইয়ের আন্দোলনে ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে এমন কোনো পরিকল্পনা ছিল না যে, এমপি হব, মন্ত্রী হব। প্রতিজ্ঞা ছিল স্বৈরাচারকে হটাতে হবে। এ জন্যই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু এখন তো ছাত্রদলের বা অঙ্গ সংগঠনের থানা পর্যায়ের যদি যুগ্ম আহ্‌বায়কও হয় সে বলে, এই এলাকা থেকে আসলাম। এই এলাকা শব্দটা আগে ছিল না। এখন যুদ্ধে জয় হওয়ার আগেই যদি গনিমতের মাল ভাগাভাগি করি, তাহলে তো ভাগাভাগির মধ্যেই থাকব, আন্দোলন হবে কীভাবে বা সংগঠনই হবে কীভাবে। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সামনে হয় এস্পার, নয় ওস্পার। কারণ, আওয়ামী লীগ সরকার আমাদের নির্বাচন করতে দেয়নি। আবার এখন সরকার নতুন খেলা শুরু করেছে। আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন গঠনের আগে নিরপেক্ষ নির্বাচন দাবিতে বিএনপিকে এককভাবে আন্দোলনে যেতে হবে।  দল পুনর্গঠন প্রসঙ্গে বিএনপি নেতা জিকে গাউস বলেন, আমাদের এলাকায় অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা গেলে বলেন, তারেক রহমানের নির্দেশ, বিএনপি নেতাদের সঙ্গে কথা বলা যাবে না। তবে কি আমরা অন্য দল থেকে এসেছি? এগুলো দেখতে হবে। আমার এলাকায় ১১ অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো কমিটিই পূর্ণাঙ্গ নেই। বেশির ভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ। বিএনপির সহ-সম্পাদক শাহাবুদ্দিন সাবু বলেছেন, আন্দোলন শুরু করার আগে যেসব নেতা দেশের বাইরে চিকিৎসা নেন, তাদের আগেই চিকিৎসা নিতে হবে। আন্দোলন চলাকালে সব নেতার পাসপোর্ট স্থায়ী কমিটির নেতাদের কাছে জমা দিতে হবে। পরিকল্পিতভাবে আন্দোলন শুরু করতে হবে, কোনো অবস্থাতেই ব্যর্থ হওয়া যাবে না। প্রথম দিনের বৈঠকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া বোকামি। ছয় বারের এমপি হয়ে আমি নির্বাচনের সময় ঘর থেকে বের হতে পারিনি। ঘোষণা দিতে হবে, হাসিনার অধীনে ‘নো’ নির্বাচন। সংসদ বহাল রেখেও নির্বাচন হবে না। তবে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে, সে ভাষায় কথা বলা যাবে না। কারণ, ভদ্রলোকেরা বিএনপি করে, আওয়ামী লীগে ভদ্রলোক নেই। জানা যায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের অধীনে আবার নির্বাচন হলে জামায়াত ’৮৬ ও ’৯৬ সালের মতো বিএনপি ছাড়াই নির্বাচনে চলে যাবে। তাই জামায়াতের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ এ বিষয়টি নিয়ে গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হবে। ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, বহির্বিশ্বে আমাদের বন্ধু ও শত্রু চিহ্নিত করতে হবে। আন্দোলনের মূল শক্তি ছাত্র, শ্রমিক ও কৃষক। দলকে রণকৌশল তৈরি করতে হবে। চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের অধীনে আগের নির্বাচনে যে সিট দিয়েছে এবার তাও দিবে না। তাই হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া যাবে না।

শেষ দিন রুদ্ধদ্বার বৈঠক : পরবর্তী কর্মপন্থা ঠিক করতে ধারাবাহিক বৈঠকের শেষ দিন গতকাল দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টায় এ বৈঠক শুরু হয়। তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। তৃতীয় দিনের দলের অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে ৯২ জন অংশ নেন। এদের মধ্যে যুবদলের সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদুর, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, ইয়াসিন আলী, আনু মোহাম্মদ শামীম, নাজমুল হাসান, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আরলী শাম্মী আখতার, জেবা খান, হেলেন জেরিন খান, চৌধুরী নায়াবা ইউসুফ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, রাকিবুল ইসলাম রাকিব, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, পার্থদেব মন্ডল, মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান আমিন, ওলামা দলের শাহ নেসারুল হক, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কী তা নিয়ে নেতারা মতামত দিয়েছেন। দলের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তবে আমরা শনিবার (আগামীকাল) দলের স্থায়ী কমিটির বৈঠক করব।’ নির্বাহী কমিটির সদস্য, সাংগঠনিক জেলার শীর্ষ নেতারাসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বসা যায় কি না সেই সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশন গঠন প্রশ্নে বিএনপির অবস্থান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন আমরা এ বিষয় নিয়ে এখন কিছু ভাবছি না। সূত্র জানায়, প্রায় সব নেতাই অঙ্গসংগঠন পুনর্গঠনে যোগ্যদের মূল্যায়নের অনুরোধ জানান। এর বাইরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজেদের মতামত দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে যাওয়ার কথা বলেন সব নেতাই। এ ছাড়া নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো ভোটে না যাওয়ার পক্ষে কথা বলেন সবাই। এ সময় দলের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়, সময়মতো আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। যারা রাজপথে থাকবে না তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। রাজপথে থাকা নেতাদের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হবে। কোনো কিছুতেই হাইকমান্ডকে দায়ী করা যাবে না। কমিটি গঠনে ভুলত্রুটির দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে। এ ব্যাপারে বিএনপিকে দোষারোপ করা যাবে না। জানা যায়, বৈঠকে যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপিতে কর্মী সমর্থকের সংকট সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ছাত্রদল ও শ্রমিক দলকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে। সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়া ঠিক হবে না।  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ শামীম বলেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আর ট্রেনের নিচে মাথা দেওয়া একই কথা। ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক বলেন, ওলামা দলের নেতা-কর্মীদের বিএনপি মূল্যায়ন করে না। শ্রমিক দলের নেতারা তাদের কমিটি গঠনের জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর